চুঁচুড়া, 9 মে: দিদি নম্বর ওয়ান তথা হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় জানিয়েছেন কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর ৷ অভিনয় জীবন থেকে রিয়্যালিটি শো করে বিপুল সম্পত্তির মালকিন হয়েছেন তিনি । মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর হলফনামা সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব দিতে হয় । সেখানে অভিনেত্রী জানিয়েছেন, তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 18 কোটি 16 লাখ 71 হাজার 773 টাকা । স্বামী প্রবাল বসুর মোট সম্পত্তির পরিমাণ 67 লাখ 22 হাজার 522 টাকা ।
রচনা বন্দ্যোপাধ্যায় খুব অল্প বয়স থেকেই অভিনয় জীবন শুরু করেছেন । ওড়িয়া ভাষায় একাধিক সিনেমা করেছেন তিনি । এছাড়াও তেলুগু-সহ একাধিক ভাষায় সিনেমা রয়েছে তাঁর । দীর্ঘদিন ধরেই দিদি নম্বর ওয়ান নামক একটি টিভি শো-তে কাজ করছেন । 51 বছর বয়সেও এখনও রিয়েলিটি শো চালিয়ে যাচ্ছেন তিনি ।
এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে হুগলি লোকসভায় তৃণমূলের প্রার্থী হয়েছেন । রাজনীতিতে নতুন হলেও মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করছেন রচনা। অভিনয় জগতে যেভাবে খ্যাতি অর্জন করেছেন তেমনই হুগলির মানুষের মন জয় করার চেষ্টা করছেন । কসবা বিধানসভা এলাকার ভোটার রচনা কলকাতার আনন্দপুরের ফ্ল্যাটে ছেলেকে নিয়ে থাকেন । 2024 লোকসভা নির্বাচনের মনোনয়নের সঙ্গে হলফনামায় নিজের সম্পত্তির যে খতিয়ান রচনা বন্দ্যোপাধ্যায় জমা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে -
পাঁচ বছরে রচনা বন্দ্যোপাধ্যায়ের বার্ষিক আয়ের খতিয়ান :
2018 -19 সালে বার্ষিক আয় 2 কোটি 33 লক্ষ 74 হাজার 140 টাকা
2019-20 সালে বার্ষিক আয় 2 কোটি 31 লক্ষ 4 হাজার 650 টাকা
2020-21 সালে 1 কোটি 44 লাখ 20 হাজার 210 টাকা
2021-22 সালে 2 কোটি 41 লাখ 31 হাজার 380 টাকা
2022-23 সালে তা বেড়ে হয় 3 কোটি 11 লাখ 22 হাজার 80 টাকা
পাঁচ বছরে স্বামী প্রবাল বসুর বার্ষিক আয়ের খতিয়ান :