বর্ধমান, 6 মে: একবারের সাংসদ তিনি । প্রথমবার মেদিনীপুরের আসন থেকে জিতে সাংসদ হলেও দ্বিতীয়বার সেই আসন থেকে আর টিকিট মেলেনি । দ্বিতীয়বারের জন্য দিলীপ ঘোষ টিকিট পেয়েছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসন থেকে । জমা দিয়েছেন মনোনয়নপত্র ৷ সেই মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় রয়েছে, তাঁর সঞ্চয়-সম্পত্তির হিসেব নিকেশ ৷ নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় দিলীপ ঘোষ উল্লেখ করেছেন তাঁর আয়ের মূল উৎস বেতন ও ভাতা ৷
আয়:
- 2020-21 অর্থবর্ষে আয় ছিল 7 লক্ষ 72 হাজার 230 টাকা
- 2021-22 অর্থবর্ষে আয় ছিল 13 লক্ষ 50 হাজার 860 টাকা ।
- 2022-23 অর্থবর্ষে আয় ছিল 9 লক্ষ 33 হাজার 950 টাকা ।
- হলফনামা অনুযায়ী দিলীপ ঘোষের সাংসদ হিসেবে আয় মাসে 1 লক্ষ 90 হাজার টাকা ।
স্থাবর সম্পত্তি:
- 1.88 একর চাষযোগ্য জমি আছে ৷ সেই জমির বর্তমান মূল্য প্রায় 40 লক্ষ টাকা ।
- উত্তরাধিকার সূত্রে তিনি কুলিয়ানায় 800 বর্গফুটের বাড়ি পেয়েছেন ৷ যার বাজার মূল্য তিন লক্ষ টাকা ৷
- নিউটাউন এলাকায় একটা ফ্ল্যাট আছে ৷ ওই ফ্ল্যাট তিনি 99 লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন ৷
- মোট স্থাবর সম্পত্তি - 1 কোটি 42 লক্ষ টাকা ৷