পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অনুব্রতহীন বীরভূমে সবুজ ঝড়, জয়ের ব্যবধান বাড়ালেন শতাব্দী-অসিত - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

TMC Marks Victory in Birbhum: বীরভূমে ধরাশায়ী বিজেপি ৷ অনুব্রত গড়ে দুটি লোকসভা কেন্দ্রে বিপুল ব্যবধানে জয় পেল তৃণমূল ৷ এক্সিট পোলের তুলোধনা করলেন অসিত মাল ও শতাব্দী রায় ৷

TMC mark Victory in Birbhum
বীরভূমে সবুজ ঝড় (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 7:44 PM IST

বীরভূম, 4 জুন: তিহাড়ে বন্দি বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷ তবুও তাঁর গড় ধরে রাখলেন অনুগামী থেকে দলের নেতাকর্মীরা ৷ বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রে সবুজ ঝড় ৷ এমনকী, 2019 সালের থেকে বেড়েছে এবারের লোকসভা নির্বাচনে জয়ের ব্যাবধানও ৷ এক্সিট পোলকে কার্যত ভুঁয়ো প্রমাণ করে জয়ী হলেন অসিত মাল ও শতাব্দী রায় ৷

জয়ের ব্যবধান বাড়ালেন শতাব্দী অসিত (ইটিভি ভারত)

লালমাটির জেলায় জোর প্রচার চালিয়েছে বিজেপি ৷ তারপরেও এই হারের কারণ গরু পাচার ও আর্থিক তছরূপের মামলায় তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডল বলে মনে করছে রাজনৈতিক মহল । এই প্রথম তাঁকে ছাড়াই হল লোকসভা নির্বাচন ৷ অনুব্রত অনুগামীদের নিয়েই কোর কমিটি গঠন করে নির্বাচনী প্রচারে নেমেছিল তৃণমূল কংগ্রেস ৷ এই জেলার দুই লোকসভা কেন্দ্র বোলপুর ও বীরভূম। দু'টোতেই বিজেপির থেকে জয় ছিনিয়ে নিল তৃণমূল ৷

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সেলিব্রেশন তৃণমূলের (নিজস্ব ছবি)

2019 সালে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে অসিত মাল এক লক্ষ 6 হাজার ভোটে জয়ী হয়েছিলেন। এবার সেই কেন্দ্র থেকে শেষ পাওয়া খবর অনুযায়ী তাঁর লিড 3 লক্ষের বেশি ভোট । অন্যদিকে, বীরভূম লোকসভা কেন্দ্রে 2009 সাল থেকে শুরু করে 2014 সাল, 2019 সালে পর পর জয়ী হয়ে এসেছেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায় ৷ 2019 সালে সর্বাধিক এই কেন্দ্র থেকে তিনি 89 হাজার 711 টি ভোটে জয়ী হয়েছিলেন তিনি। এবার এই কেন্দ্র থেকে শেষ পাওয়া খবর অনুযায়ী, শতাব্দী রায়ের 1 লক্ষ 30 হাজারের বেশি লিড ।

ঢাক বাজিয়ে বিজয়োৎসব কাজল শেখের (নিজস্ব ছবি)

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের গড় হিসাবে পরিচিত এই বীরভূম বিজেপির কাছে পাখির চোখ ছিল ৷ তাই লোকসভা নির্বাচনে প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রচারে এসেছিলেন ৷ পাশাপাশি জোর প্রচার করেছিলেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারেরা ৷

জয় নিশ্চিত হতেই বিজায়োল্লাসে নেতাকর্মীরা (নিজস্ব ছবি)

তারপরেও দেখা গেল বোলপুর লোকসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বারের জন্য জয়ী হলেন তৃণমূল প্রার্থী অসিতকুমার মাল ও বীরভূম লোকসভা কেন্দ্রে থেকে চতুর্থবার জয়ী হলেন তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী শতাব্দী রায় । জয়ী হয়ে শতাব্দী রায় বলেন, "মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন ৷ সব এক্সিট পোল ব্যর্থ ৷ শুধু সংখ্যালঘু নয়, তফসিলি জাতি, উপজাতিদেরও ভোট পেয়েছি ৷ মানুষকে উৎসর্গ করছি এই জয় ৷"

ABOUT THE AUTHOR

...view details