রায়গঞ্জ, 4 ডিসেম্বর: একটি এশিয়ান পাম সিভিট বা গন্ধগোকুল উদ্ধার করল রায়গঞ্জের একটি পশু প্রেমী সংস্থার সদস্যরা ৷ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বারদুয়ারি হাট সংলগ্ন এলাকায় ৷ বুধবার গন্ধগোকুলটি বন দফতরের হাতে তুলে দিয়েছেন সংস্থার সদস্যরা ৷ তবে, পাচারকারী ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়েছেন বলে খবর ৷
জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের বারদুয়ারি হাট সংলগ্ন এলাকায় এই লুপ্তপ্রায় এশিয়ান পাম সিভিটটি একটি ছোট খাঁচায় বন্দি অবস্থায় পাচারের জন্য নিয়ে আসা হয় ৷ পশুপ্রেমী সংস্থার এক সদস্য গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেন ৷ একটি লোকের হাতে খাঁচায় বন্দি অবস্থায় গন্ধগোকুলটিকে দেখতে পান সংস্থার এক সদস্য ৷
রায়গঞ্জে উদ্ধার গন্ধগোকুল ৷ (নিজস্ব চিত্র) পশুপ্রেমী সংস্থার সদস্য ওই ব্যক্তিকে প্রশ্ন করেন গন্ধগোকুলটিকে নিয়ে ৷ প্রশ্ন করা হয়, তিনি সেটিকে নিয়ে কী করবেন ৷ জবাবে ওই ব্যক্তি জানান, 1200 টাকায় প্রাণিটিকে বিক্রি করবেন ৷ কিন্তু, পশুপ্রেমী সংস্থার সদস্য তখন গন্ধগোকুলটিকে তাঁর হাতে তুলে দিতে বলেন ৷ অভিযোগ, সেই সময় পাচারকারী ব্যক্তি গালিগালাজ করতে থাকেন ৷ এমনকি তাঁকে ভয়ও দেখান ৷
শোরগোল শুনে সেখানে লোকজনের ভিড় জমে যায় ৷ ততক্ষণে পশুপ্রেমী সংস্থার বাকি সদস্যদের কাছে খবর পৌঁছে যায় ৷ অভিযোগ, সংস্থার গাড়ি দেখে পাচারকারী খাঁচাবন্দি গন্ধগোকুলটা ফেলে রেখে পালিয়ে যান সেখান থেকে ৷ সংস্থার সদস্যরা তাঁকে ধাওয়া করলেও, তাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত ৷
সংস্থার তরফে গন্ধগোকুলটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় ৷ পরে বন দফতরের হাতে লুপ্তপ্রায় এই গন্ধগোকুল বা এশিয়ান পাম সিভিটটি তুলে দেওয়া হয় ৷ পশুপ্রেমী সংস্থার সম্পাদক গৌতম তান্তিয়া বলেন, "প্রাণীটি একেবারেই বাচ্চা ৷ বন দফতর এবার সেটির পুনর্বাসনের ব্যবস্থা করবে ৷ প্রয়োজনীয় চিকিৎসাও করাবেন তাঁরা ৷ এশিয়ান পাম সিভিট বন্যপ্রাণ সংরক্ষণের তালিকায় সিডিউল-2 এর অন্তর্ভুক্ত ৷ বনাঞ্চল কমে যাওয়ায়, এদের অস্তিত্ব সংকট দেখা দিয়েছে ৷"