আসানসোল, 24 জুলাই: সাংসদ, বিধায়কদের মতো এলাকার উন্নয়নে এবার কাউন্সিলরদের জন্য বিশেষ ফান্ড চালু করল আসানসোল পুরনিগম ৷ জানা গিয়েছে, আসানসোল পুরনিগমের 106টি ওয়ার্ডের কাউন্সিলরদের বছরে 30 লক্ষ টাকা করে দেওয়া হবে । ফলে স্বাধীনভাবেই কাউন্সিলররা এবার তাঁদের ওয়ার্ডে কাজ করতে পারবেন ৷
বিভিন্ন সময়ে অভিযোগ ওঠে, কাউন্সিলরদের দাবিদাওয়া নাকি কর্পোরেশনে পাশ হয় না ৷ মেয়র, ডেপুটি মেয়র, বোর্ড মিটিং কিংবা মেয়র পারিষদ মিটিংয়ে নাকি অনুমোদন পায় না কাউন্সিলরদের উন্নয়নের দাবি ! বিরোধী কাউন্সিলরদের আবার অভিযোগ, শাসকদল পরিচালিত পুরনিগম ফান্ড না-দেওয়ায় ওয়ার্ডে কাজ করতে পারছেন না । আসানসোল পুরনিগমের এই ঘোষণায় যাবতীয় বিতর্কে যবনিকা পতন হল ৷
সাংবিধানিক নিয়ম অনুযায়ী, প্রত্যেক সাংসদ বছরে 5 কোটি টাকা আর প্রত্যেক বিধায়ক বছরে 70 লক্ষ টাকার ফান্ড পান ৷ নিজেদের সংসদীয় কিংবা বিধানসভা এলাকায় উন্নয়ন করার জন্য তাঁদের এই ফান্ড দেওয়া হয় ৷ এবার সেই পথেই হাঁটতে চলেছে আসানসোল পুরনিগম ৷ আগামী 15 অগস্ট থেকে 106টি ওয়ার্ডের কাউন্সিলরদের বছরে 30 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় ৷ ফলে ফান্ডের জন্য আর কোনও কাউন্সিলরকে মেয়র, ডেপুটি মেয়র বা মেয়র পারিষদের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না । তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন ।
মেয়রের এই ঘোষণায় খুশি কাউন্সিলররাও । বিভিন্ন সময়ে তাঁরা ছোটখাটো কাজের জন্য অনুমোদন পান না বলে অভিযোগ করতেন । এবার সেই সমস্ত অভিযোগের আর প্রয়োজন নেই । পুজোর আগেই এই ফান্ড পাওয়ায় অগস্ট মাস থেকেই কাউন্সিলররা ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করে দিতে চাইছেন । ফলে পুজোর আগেই আসানসোল সেজে উঠবে বলে মনে করা হচ্ছে ।