আসানসোল, 27 অগস্ট: দুর্যোগ আটকাতে পারল না প্রতিবাদের ভাষাকে । আসানসোলের চিত্রশিল্পীরা একত্রিত হয়ে শহরের প্রাণকেন্দ্র বিএনআর মোড়ে মাথায় বৃষ্টি নিয়ে ছবি আঁকলেন আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে । নীরব প্রতিবাদে আসানসোলের উদীয়মান শিল্পীরা । সবাই এক কথায় জানালেন বিচার চাই এই নারকীয় কাণ্ডের ।
আরজি কর-কাণ্ড নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের প্রতিবাদ চোখে পড়েছে । একদিকে যেমন নাগরিক সমাজ বেরিয়ে এসেছে রাস্তায়, তেমনই তার পাশাপাশি শিল্পী, কবি, বুদ্ধিজীবীরাও রাস্তায় নেমেছেন । রাস্তায় নেমেছেন চিকিৎসক থেকে শুরু করে অন্যান্য পেশার মানুষজন । সবাই নিজের নিজের মতো করে প্রতিবাদে সামিল হয়েছেন । এবার সেভাবেই ছবি আঁকার মাধ্যমে নীরব প্রতিবাদে সামিল হলেন আসানসোলের চিত্রশিল্পীরা ।
আসানসোলের একঝাঁক উদীয়মান শিল্পী আসানসোল বিএনআর মোড়ে ছবি আঁকার মাধ্যমে আরজি কর-কাণ্ডের বিচার চাইলেন । গত দু'দিন ধরে টানা বৃষ্টি আসানসোলে । কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করেই রং-তুলিতে আঁচড় পড়ল ক্যানভাসে । আসানসোল বিএনআর মোড়ে রাস্তার ধারে পৌরনিগমের হকার্স মার্কেটে বন্ধ সাটারে কাগজ সাঁটিয়ে চলল ছবি আঁকা ।
আরজি কর-কাণ্ডে অভিনব প্রতিবাদ (নিজস্ব চিত্র) আসানসোলের বিশিষ্ট শিল্পী সুমিত গঙ্গোপাধ্যায় জানালেন, "এই নারকীয় ঘটনা নিয়ে নতুন করে কিছু বলার নেই । সবাই নিজের নিজের মতো ক'রে প্রতিবাদ জানাচ্ছেন । সেই মতো আসানসোলের একঝাঁক উদীয়মান শিল্পীও নীরবে প্রতিবাদ জানাচ্ছেন ছবি আঁকার মাধ্যমে । আমরা সবাই চাইছি বিচার পাক নির্যাতিতা ।"
বৃষ্টি মাথায় ছবি আঁকলেন আসানসোলের শিল্পীরা (নিজস্ব চিত্র) মহিলা চিত্রশিল্পী বাণী জানালেন, "ঝড় জলকে উপেক্ষা করেই আমরা সবাই আজকে এসে জুটেছি ছবি আঁকার মাধ্যমে নীরবে প্রতিবাদ জানাতে । আমরা চাইছি তিলোত্তমা বিচার পাক ।" অন্যদিকে, আরও এক শিল্পী ইন্দ্রদীপ কোণার জানালেন, "প্রত্যেকেরই প্রতিবাদের ভাষা বিভিন্ন রকমের । আমরা চিৎকার না-করে তাই ছবি আঁকার মাধ্যমে নির্যাতিতার বিচার চাইছি । এই ঝড় জলকে উপেক্ষা করে এত শিল্পী একসঙ্গে একত্রিত হয়েছে, তার মানেই বোঝা যাচ্ছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদে সামিল হচ্ছে ।"