পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'শওকত মোল্লার প্ররোচনায় ফাঁসানোর চেষ্টা পুলিশের', হাইকোর্টে আরাবুল - Arabul Islam - ARABUL ISLAM

Arabul Islam Controversy: বিধায়ক শওকত মোল্লার প্ররোচনায় পুলিশ অতিসক্রিয় হয়ে ফাঁসানোর চেষ্টা করছে আরাবুল ইসলামকে ৷ এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরাবুল ৷

Etv Bharat
হাইকোর্ট

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 4:29 PM IST

কলকাতা, 8 এপ্রিল: আরাবুল ইসলামের দায়ের করা মামলায় কাঠগড়ায় বিধায়ক শওকত মোল্লা। আরাবুলের আইনজীবীর সরাসরি অভিযোগ, শওকত মোল্লার প্ররোচনায় আরাবুল ইসলামের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দায়ের করা হচ্ছে । যদিও সোমবার বিচারপতি জয় সেনগুপ্ত মামলার পূর্ণাঙ্গ শুনানি করেননি । আরাবুল ইসলামের বিরুদ্ধে এখনও পর্যন্ত কতগুলি মামলা রয়েছে, কতগুলি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে - এই সংক্রান্ত তথ্য রাজ্যের কাছে তলব করেছে কলকাতা হাইকোর্ট । 16 এপ্রিল মামলার পরবর্তী শুনানি ।

উল্লেখ্য, এর আগে আরাবুলের আইনজীবী অভিযোগ তুলেছিলেন, পুলিশ অতিসক্রিয় হয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে ৷ এই মর্মেই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে । একটি মামলায় আরাবুল গ্রেফতার হওয়ার পর তাঁর বিরুদ্ধে আরও দুটি অভিযোগ আনা হয়েছে। কিন্তু কী অভিযোগ, সে ব্যাপারে তিনি কিছু জানেন না বলে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হন আরাবুল । কলকাতা পুলিশকে চিঠি পাঠানো হয়েছে আরাবুল ইসলামের আইনজীবীর তরফ থেকে । ভাঙড়ের তৃণমূল নেতার নামে ক'টি মামলা রয়েছে, তা জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে । কিন্তু কোনও রকম উত্তর না পেয়েই আদালতের দ্বারস্থ হন আরাবুল ইসলাম ।

গত বছর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে অর্থাৎ 15 জুন ভাঙড়ে খুন হন আইএসএফের এক কর্মী । সেই ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় । তাতে আরাবুল ইসলামের নামও ছিল । কিন্তু সেই ঘটনায় হঠাৎ করে চলতি বছরের 8 ফেব্রুয়ারি লোকসভা নির্বাচনের আগে কেন তাঁকে গ্রেফতার করা হল, তা নিয়ে প্রশ্ন তোলেন আরাবুল ইসলাম ।

ABOUT THE AUTHOR

...view details