পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'এক মাসে সব দ্বন্দ্ব জলের মতো মিটে যাবে', আড়াই বছর পর জেলা কমিটির বৈঠকে অনুব্রত - ANUBRATA MONDAL

520 জন সদস্যকে নিয়ে জেলা কমিটির বৈঠক হল ৷ আড়াই বছর পর বৈঠকে হাজির ছিলেন অনুব্রত মণ্ডল ৷ এদিনও তাঁর গলায় হুংকার শোনা গেল ৷

Anubrata Mondal
জেলা কমিটির বৈঠকে অনুব্রত মণ্ডল (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2024, 7:37 PM IST

বোলপুর, 29 ডিসেম্বর: এক মাসের মধ্যে সব দ্বন্দ্ব মিটে 'জলের জল' হয়ে যাবে ৷ জেলা কমিটির বৈঠক শেষে এমনটাই বললেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । দীর্ঘ আড়াই বছর পর তাঁর নেতৃত্বে বীরভূমের 520 জন সদস্যকে নিয়ে জেলা কমিটির বৈঠক হল রবিবার ৷ অনুব্রতর সঙ্গে এক আসনে দেখা গেল যুযুধান হিসেবে পরিচিত জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকেও ।

গরুপাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে 2 বছর পর বীরভূমে ফিরেছেন অনুব্রত । তারপর এই প্রথম জেলা কমিটির বৈঠক । ইতিমধ্যেই 2 বার কোর কমিটির বৈঠকে যোগ দিয়েছেন অনুব্রত। ওই কমিটির চেয়ারম্যানও তিনিই। 15 ডিসেম্বর রামপুরহাটে কোর কমিটির বৈঠকে হয়েছিল ৷ সেখানে ঠিক হয়েছিল জেলা কমিটির বৈঠক ডাকা হবে ।

আড়াই বছর পর জেলা কমিটির বৈঠকে হাজির অনুব্রত (ইটিভি ভারত)

সেই মতো অনুব্রত মণ্ডলের তত্ত্বাবধানেই এ দিন আড়াই বছর পর বোলপুরে দলীয় কার্যালয়ে জেলা কমিটির বৈঠক হল ৷ ছিলেন, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, বোলপুরের সাংসদ অসিত মাল, কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ-সহ দলের 19টি ব্লক, অঞ্চল সভাপতি, জেলা পরিষদের সদস্য-সমেত অন্যান্য জেলা কমিটির 520 জন সদস্য ৷

বোলপুরে দলীয় কার্যালয়ে জেলা কমিটির বৈঠক (নিজস্ব ছবি)

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল-কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, "জানুয়ারি মাসজুড়ে একাধিক দলীয় কর্মসূচি নেওয়া হয়েছে । সেগুলো সফল করতে হবে ৷ লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে যেসব জায়গায় দলের লিড নেই সেখানকার বিধায়ক ও অঞ্চল, বুথ সভাপতি, পঞ্চায়েত সদস্যরা 10 জন করে কর্মীকে ডেকে বৈঠক করবেন ৷ পর্যালোচনা করা হবে কেন হারলাম ৷ রামপুরহাট, বোলপুর, সিউড়ি শহরেও লিড না পাওয়া নিয়েও আলোচনা হবে ৷"

জেলার বিভিন্ন জায়গায় দলের আভ্যন্তরীণ দ্বন্দ্বের খবর সামনে আসছে ৷ সেই নিয়ে অনুব্রত মণ্ডলের বক্তব্য, "সব বসে মিটিয়ে নেব ৷ এক মাসের মধ্যে সব জলের জল হয়ে যাবে । সামনে বিধানসভা নির্বাচন ৷ 14টি আসনেই জিতবো আমরা ৷"

ABOUT THE AUTHOR

...view details