পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিক্ষক দিবসের অনুষ্ঠানে হাজির এসএসসি নিয়োগ দুর্নীতিতে চাকরি হারা অঙ্কিতা অধিকারী ! - Ankita Adhikari Teachers Day

Ankita Adhikari Teacher's Day: শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসএসসি নিয়োগ দুর্নীতিতে চাকরি হারা অঙ্কিতা অধিকারী ! আর কলেজের অনুষ্ঠানে তাঁর উপস্থিতি ঘিরে শুরু হয়েছে বিতর্ক ৷

Ankita Adhikari Teacher's Day
দুর্নীতিতে চাকরি হারা অঙ্কিতা অধিকারী (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2024, 11:09 PM IST

কোচবিহার, 5 সেপ্টেম্বর: এসএসসি নিয়োগ দুর্নীতিতে চাকরি খুইয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী ৷ তিনিই মেখলিগঞ্জ মহাবিদ্যালয়ের শিক্ষক দিবস অনুষ্ঠানে উপস্থিত থাকা ঘিরে ফের বিতর্ক তৈরি হয়েছে। কীভাবে নিয়োগ দুর্নীতির দায়ে চাকরি হারা শিক্ষিকা শিক্ষকের দিবসের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছে বিজেপি।

বিজেপির জলপাইগুড়ি সাংগঠনিক জেলা সম্পাদক দধিরাম রায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, "চোরের রাজ্যে এটাই স্বাভাবিক। এসএসসি দুর্নীতিতে চাকরিচ্যুত শিক্ষিকা চোরের দলের জেলা সম্পাদিকা অঙ্কিতা অধিকারীকে যদি মেখলিগঞ্জ মহাবিদ্যালয়ে অতিথি হিসেবে উপস্থিত থাকেন তাতে অস্বাভাবিক কিছু না। কারণ বর্তমানে গোটা সরকারটাই চোর, দুষ্কৃতী অপরাধীরাই সরকার চালাচ্ছে। আর কিছু শিক্ষিত মানুষ তৈলমর্দন করে চলছে। ছি-ছি-ছি করা ছাড়া সাধারণ মানুষের আর কী আছে।" যদিও মেখলিগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মিঠু দেব বলেন, "ছাত্র সংগঠনের উদ্যোগে এই শিক্ষক দিবসের আয়োজন। কাকে আমন্ত্রণ জানাবে এটা তাদের ব্যাপারে।"

যাকে নিয়ে এত বিতর্ক সেই অঙ্কিতা অধিকারী অবশ্য গোটা বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি। 2018 সালে ফরওয়ার্ড ব্লক ত্যাগ করে তৃণমূলে যোগ দেন পরেশ অধিকারী। আর তৃণমূলে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে বাড়ির পাশে ইন্দিরা গার্লস স্কুলে যোগ দেন পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা। সেসময় অঙ্কিতার চাকরি পাওয়া নিয়ে বিতর্ক দেখা দেয়। অভিযোগ ওঠে স্কুল সার্ভিস কমিশনের মেধাতালিকায় নাম না থাকা সত্বেও বাবা তৃণমূলে যোগ দেওয়ার 'পুরস্কার' হিসেবে মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি দেয় তৃণমূল সরকার। বিষয়টি নিয়ে অঙ্কিতা অধিকারীর নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগে হাইকোর্টে মামলা করেন ববিতা সরকার নামে এক চাকরি প্রার্থী।

হাইকোর্টের নির্দেশে 2022 সালের 20 মে দুর্নীতির অভিযোগে বরখাস্ত হন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা অঙ্কিতা অধিকারী। এই ঘটনায় হইচই পড়ে যায় গোটা রাজ্যে। এরপর দীর্ঘদিন বাড়িতেই ছিলেন অঙ্কিতা। সম্প্রতি তৃণমূলে যোগ দেন অঙ্কিতা। দলের তরফে তাকে পদও দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকায় বিতর্ক দেখা দেয়।

ABOUT THE AUTHOR

...view details