কোচবিহার, 5 সেপ্টেম্বর: এসএসসি নিয়োগ দুর্নীতিতে চাকরি খুইয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী ৷ তিনিই মেখলিগঞ্জ মহাবিদ্যালয়ের শিক্ষক দিবস অনুষ্ঠানে উপস্থিত থাকা ঘিরে ফের বিতর্ক তৈরি হয়েছে। কীভাবে নিয়োগ দুর্নীতির দায়ে চাকরি হারা শিক্ষিকা শিক্ষকের দিবসের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছে বিজেপি।
বিজেপির জলপাইগুড়ি সাংগঠনিক জেলা সম্পাদক দধিরাম রায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, "চোরের রাজ্যে এটাই স্বাভাবিক। এসএসসি দুর্নীতিতে চাকরিচ্যুত শিক্ষিকা চোরের দলের জেলা সম্পাদিকা অঙ্কিতা অধিকারীকে যদি মেখলিগঞ্জ মহাবিদ্যালয়ে অতিথি হিসেবে উপস্থিত থাকেন তাতে অস্বাভাবিক কিছু না। কারণ বর্তমানে গোটা সরকারটাই চোর, দুষ্কৃতী অপরাধীরাই সরকার চালাচ্ছে। আর কিছু শিক্ষিত মানুষ তৈলমর্দন করে চলছে। ছি-ছি-ছি করা ছাড়া সাধারণ মানুষের আর কী আছে।" যদিও মেখলিগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মিঠু দেব বলেন, "ছাত্র সংগঠনের উদ্যোগে এই শিক্ষক দিবসের আয়োজন। কাকে আমন্ত্রণ জানাবে এটা তাদের ব্যাপারে।"