পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অডিট চলছে, সব হিসেব প্রকাশ্যে আনা হবে: অনিকেত মাহাতো

4 কোটি 75 লক্ষ টাকা বেনিয়মে তোলার অভিযোগ উঠেছে অনিকেত মাহাতোদের বিরুদ্ধে । এবার অনিকেত জানিয়ে দিলেন, সমস্ত হিসেব প্রকাশ্যে আনা হবে ৷

Aniket Mahato
অনিকেত মাহাতো (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2024, 9:35 PM IST

কলকাতা, 26 অক্টোবর:ওয়েস্ট বেঙ্গল জুনিয়র চিকিৎসক ফ্রন্টের বিরুদ্ধে বেনিয়মে টাকা তোলার অভিযোগ তুলল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র চিকিৎসক অ্যাসোসিয়েশন। জুনিয়র ফ্রন্টের দুই প্রতিনিধি অনিকেত মাহাতো এবং রিয়া বেড়ার বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ তোলে তারা ৷ তাঁদের বিরুদ্ধে মোট 4 কোটি 75 লক্ষ টাকা বেনিয়মে তোলার অভিযোগ রয়েছে ।

তার উত্তরেই অনিকেত মাহাতো বলেন, ‘‘আমাদের অডিট চলছে ৷ সব হিসেব, প্রমাণ-সহ সব নথি প্রকাশ্যে আনা হবে ৷ আমাদের আন্দোলনের আয়-ব্যয়ের হিসাব আছে । তার অডিট চলছে । সেখানেই সব হিসাব দেখা যাবে । যারা অভিযোগ তুলেছেন, তাঁদের বলব একটু হিসাবে ভুল হচ্ছে । 7-8টি সংগঠন মিলে এই 4 কোটি টাকা রয়েছে । এবার আমি জানি না কোন সংগঠনের কাছে কত টাকা আছে । কারণ সেটা জানার দায়িত্ব আমার নেই । তবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র চিকিৎসক ফ্রন্টের হিসেব আমাদের কাছে আছে । অডিট প্রক্রিয়া শেষ হলেই আমরা সব নথি সামনে এনে হিসেব দেব ৷’’

বেনিয়মে তোলার অভিযোগ উঠেছে অনিকেত মাহাতোদের বিরুদ্ধে (ইটিভি ভারত)

আরজি কর হাসপাতালে আজ গণ কনভেনশনের ডাক দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র চিকিৎসক ফ্রন্ট । বিভিন্ন চিকিৎসক সংগঠন, সিনিয়র চিকিৎসক থেকে সাধারণ মানুষ এই কনভেনশনে সামিল হয়েছিলেন । প্রায় 35 জন বক্তা এই কনভেনশনে বক্তব্য পেশ করেন ৷ আগামী 30 অক্টোবর মশাল মিছিলের ডাকও দেন তাঁরা। এছাড়াও তাঁরা এদিনের কনভেনশনের পর একটি মশাল মিছিল করেন আরজি কর হাসপাতাল চত্ত্বরে । মেডিক্যাল কাউন্সিল থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মশাল মিছিল হয়।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details