পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মামলায় জয়ী অমর্ত্য সেন, প্রতীচী থেকে উচ্ছেদ করা যাবে না বলে জানাল সিউড়ি আদালত - Pratichi

Amartya Sen wins land dispute case: জমি বিবাদ মামলায় বিশ্বভারতী কর্তৃপক্ষকে হারিয়ে দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ সিউড়ি আদালত আজ জানিয়ে দিয়েছে যে, প্রতীচী থেকে উচ্ছেদ করা যাবে না ভারতরত্নকে ৷

ETv BHARAT
ETv BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 2:14 PM IST

Updated : Jan 31, 2024, 3:17 PM IST

সিউড়ি ও বোলপুর, 31 জানুয়ারি: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে 'প্রতীচী' বাড়ি থেকে উচ্ছেদ করা যাবে না জানিয়ে দিল সিউড়ি জেলা আদালত ৷ অর্থাৎ, জমি বিবাদ মামলায় জয়লাভ করলেন 'ভারতরত্ন' অমর্ত্য সেন ৷ আদালতের রায়ে খুশির হাওয়া শান্তিনিকেতনে ।

প্রসঙ্গত, অধ্যাপক সেন জমি দখল করে রেখেছেন, এই অভিযোগ তুলে উচ্ছেদের নোটিশ দিয়েছিলেন বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । প্রয়াত পিতা আশুতোষ সেনের উইল অনুযায়ী জমি অমর্ত্য সেনের, এই মর্মে 2023 সালের 27 এপ্রিল সিউড়ি জেলা আদালতের দ্বারস্থ হয়েছিলেন অধ্যাপক সেন ৷ আজ তাঁর পক্ষেই রায় গেল ৷

রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর এ বিষয়ে বলেন, "আমি খুশি ৷ প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর শাস্তি হওয়া উচিত ৷ বিশ্বভারতীর টাকায় মামলা লড়েছেন, সেই টাকা ফেরত দিক ৷ আমার বিশ্বাস ছিল, অমর্ত্যদা জয়লাভ করবেন ।"

শান্তিনিকেতনের 'প্রতীচী' বাড়িতে 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন অমর্ত্য সেন ৷ এই অভিযোগ তুলে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ দিয়েছিলেন বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । এমনকি, 'ভারতরত্ন' অমর্ত্য সেনকে 'জমি হরফকারী' বলেও বিভিন্ন সংবাদমাধ্যমে কটাক্ষ করেছিলেন বিদ্যুৎ চক্রবর্তী । যা নিয়ে নিন্দার ঝড় ওঠে সর্বত্র ।

তবে, প্রয়াত পিতা আশুতোষ সেনের উইল অনুযায়ী জমি অমর্ত্য সেনের । এই মর্মে 2023 সালের 27 এপ্রিল সিউড়ি জেলা আদালতে উচ্ছেদের নোটিশের বিরুদ্ধে মামলা করেন অধ্যাপক সেন ৷ পাশাপাশি, কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হয়েছিলেন তিনি ৷ হাইকোর্ট আগেই উচ্ছেদের নোটিশে স্থগিতাদেশ দিয়ে মামলা সিউড়ি জেলা আদালতকে চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল । সেই মতো দীর্ঘদিন দু'পক্ষের আইনজীবীর মধ্যে সাওয়াল জবাব হয় ৷

আদালত সূত্রে জানা গিয়েছে, জমি সংক্রান্ত পর্যাপ্ত নথি আদালতে জমা দিতে পারেনি বিশ্বভারতী ৷ তাই এ দিন এই মামলায় আদালত স্পষ্ট জানিয়ে দিল যে, অমর্ত্য সেনকে উচ্ছেদ করা যাবে না । অর্থাৎ, 'প্রতীচী' বাড়ির জমি অধ্যাপক সেনেরই ৷ বিশ্বভারতীর সঙ্গে জমি বিবাদ মামলায় জয়লাভ করলেন নোবেলজয়ী বঙ্গসন্তান ৷ আদালতের এই রায়ে খুশির হাওয়া শান্তিনিকেতনে ।

অমর্ত্য সেনের আইনজীবী বিমান চৌধুরী বলেন, "অধ্যাপক সেনকে উচ্ছেদ করা যাবে না বলে আদালত জানিয়ে দিল ৷ আমাদের যে আবেদন ছিল, তা মঞ্জুর করল আদালত । আমাদের জয় হল ।"

আরও পড়ুন:

  1. জন্মদিনে নোবেলজয়ী অমর্ত্য সেনকে ফুল-মিষ্টি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  2. অমর্ত্যর পাশে দাঁড়ানোয় ছাত্রকে সাসপেন্ড, বিশ্বভারতীর বিরুদ্ধে দেশ-বিদেশ থেকে চিঠি রাষ্ট্রপতিকে
  3. 'বাবা সম্পূর্ণ সুস্থ', ইটিভি ভারতের প্রতিনিধিকে জানালেন অমর্ত্য কন্যা
Last Updated : Jan 31, 2024, 3:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details