কলকাতা, 14 জুলাই:বর্তমানে দেশ ও রাজ্যের রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের এক সঙ্গে কাজ করা উচিত। কলকাতার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তার কথায়, "ধর্মীয় সহিষ্ণুতারও প্রয়োজন এখন। আমার মনে হয় দেশের বর্তমান প্রেক্ষিতে সহিষ্ণুতাই শুধু নয়, হিন্দু-মুসলমান একই সঙ্গে কাজ করাটা অত্যন্ত জরুরি।"
পাশাপাশি দেশজুড়ে নানা সময়ে ঘটা সাম্প্রদায়িক হানাহানি অথবা ভিন্ন ধর্মের মানুষকে হত্যার প্রসঙ্গও উঠে এসেছে তাঁর বক্তব্যে। তিনি বলেন, "ধর্মীয় সহিষ্ণুতাটাও বড় দরকারি এক্ষেত্রে। সেই পরিস্থিতি তৈরি করতে পারে সমস্ত ধর্মের মানুষজন একসঙ্গে কাজ করে।" তিনি মনে করেন, রাজনীতি থেকে সমাজনীতি, শিক্ষা বা স্বাস্থ্য সবক্ষেত্রেই বিভিন্ন ধর্মের মানুষকে এক সঙ্গে কাজ করতে হবে। সঙ্গীত চর্চা করলে বোঝা যাবে আলি আকবর খাঁ আর রবিশঙ্করের কাজের পার্থক্য খুব একটা নয়।