পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি, ভাঙল গাড়ির কাঁচ - BERHAMPORE SHOOTING

শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে ৷ অভিযোগ, তৃণমূল কংগ্রেস টাউন সভাপতি পাপাই ঘোষের গাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে আততায়ীরা ৷

Berhampore shooting
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2024, 3:07 PM IST

বহরমপুর, 29 ডিসেম্বর: রাতের অন্ধকারে তৃণমূল যুব নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ । যদিও অক্ষত আছেন তৃণমূল নেতা । অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি ৷ তবে তৃণমূল কংগ্রেস টাউন সভাপতি পাপাই ঘোষের গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে ৷ ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায় । আতঙ্কিত তৃণমূল নেতাও । এই ঘটনায় রাজনৈতিক যোগ রয়েছে বলে দাবি তাঁর ৷

বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, "ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে । শনিবার রাত আনুমানিক এগারোটা নাগাদ বহরমপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষ কাজ সেরে বাড়ি ফিরছিলেন । এমন সময় বহরমপুরের রিংরোড এলাকায় পিছন দিক থেকে আততায়ীরা তাঁর গাড়ি লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে । গাড়ির পিছনের কাঁচ ভেঙে যায় । যদিও আততায়ীদের গুলিতে কেউ হতাহত হয়নি ।"

তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ (ইটিভি ভারত)

বহরমপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষ বলেন, "রাজনৈতিক কোনও শত্রু এরকম কাজ করতে পারে বলে মনে হচ্ছে । এই ঘটনার সঙ্গে কংগ্রেস ও বিজেপি জড়িত থাকতে পারে । সামনেই বিধানসভা নির্বাচন আছে ৷ আমি শহরের দায়িত্বে রয়েছি ৷ আমার স্ত্রীও গ্রাম পঞ্চায়েত প্রধান ৷ তবে পুলিশের তদন্তের উপর ভরসা আছে ৷ তারা তদন্ত করে দোষীদের শাস্তি দেবে ।"

তৃণমূল নেতার মা চম্পা ঘোষের কথায়, "এই ঘটনায় আমি আতঙ্কিত । আমার ছেলেকে নিয়ে ভয়ে থাকি ৷ আমার ছেলে মানুষের সেবা করে ৷ এরপরেও তার উপর হামলা চালানো হল ৷ পুলিশ তদন্ত করে দোষীদের শাস্তি দিক ৷"

তৃণমূল কংগ্রেস টাউন সভাপতি পাপাই ঘোষ (নিজস্ব ছবি)

যদিও তৃণমূল নেতার অভিযোগকে উড়িয়ে দিয়েছেন জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস ৷ তিনি বলেন, "অভিযোগ ভিত্তিহীন । বহরমপুর শহরে কংগ্রেস নাগরিকদের নিরাপত্তা দিয়ে এসেছে । আতঙ্ক ছড়ায়নি কোনওদিন ।" দক্ষিণ মুর্শিদাবাদ বিজেপির সাংগঠনিক সভাপতি শাখারভ সরকার বলেন, "রাজনৈতিক ফায়দা তুলতে নিজেদের পরিকল্পিত হামলা । সাধারণ মানুষের কাছে সবই স্পষ্ট । বিজেপি এই ধরনের নোংরা রাজনীতি করে না ।"

ABOUT THE AUTHOR

...view details