মালদা, 2 ফেব্রুয়ারি: ফের মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল মালদায় ৷ প্রথম দিনের পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রশ্নপত্র মোবাইলের মাধ্যমে বাইরে বেরিয়ে যায় বলে অভিযোগ ৷ এ নিয়ে সোশাল মিডিয়ায় তীব্র গুঞ্জন শুরু হয়েছে ৷ তবে এই মুহূর্তে প্রশাসনের তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷
মাধ্যমিক পরীক্ষার মালদা জেলার আহ্বায়ক বিপ্লব গুপ্ত জানিয়েছেন, এ বিষয়ে তাঁর এখনও কিছু জানা নেই ৷ তবে জেলা প্রশাসনের শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, "সোশাল মিডিয়ায় বিষয়টি আমাদের নজরে এসেছে ৷ আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি ৷"
শুক্রবার থেকেই শুরু হয়েছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা ৷ প্রথম দিন বাংলা বিষয়ের পরীক্ষা চলছে ৷ বিগত দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বার গোটা রাজ্যে একমাত্র মালদা জেলাতেই পরীক্ষার্থীদের জন্য মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করেছে মধ্যশিক্ষা পর্ষদ ৷ জেলার 119টি কেন্দ্রে এ বার পরীক্ষা হচ্ছে ৷ পরীক্ষার্থীদের উপর নজরদারির সঙ্গে গোটা পরীক্ষা ব্যবস্থাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গঠিত হয়েছে চারটি ভিজিল্যান্স টিমও ৷ শুধু তাই নয়, যেহেতু এর আগে একাধিকবার মালদা জেলা থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল, তাই এ বার প্রতিটি পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যথাযথ তল্লাশি চালানোরও কথা হয়েছিল ৷ বলা যেতে পারে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এড়াতে এ বার নিশ্ছিদ্র ব্যবস্থা নিয়েছিল পর্ষদ এবং জেলা শিক্ষা দফতর ৷
তবে তা সত্ত্বেও মাধ্যমিকের প্রথম দিনেই ফের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল এই জেলায় ৷ এ দিন পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই ইংরেজবাজার ব্লকের অমৃতি এলাকার একটি পরীক্ষাকেন্দ্রের সামনে দেখা যায়, মোবাইলের স্ক্রিনে চোখ রেখে উত্তর তৈরি করছেন অনেকে ৷ এরপরেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি, আর দাবি করা হয় যে, মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে ৷ কিছু প্রশ্নপত্র সোশাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে ৷ তবে সে সব আদৌ এবারের পরীক্ষার কি না, তা এখনই বলা যাচ্ছে না ৷ তার জন্য অপেক্ষা করতে হবে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ৷
আরও পড়ুন:
- আতঙ্ক কাটিয়ে শুরু পরীক্ষা, কড়া নিরাপত্তা নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে
- কুয়াশার চাদরে ঢাকা শিল্পাঞ্চল, ঝুঁকি নিয়েই সেন্টারে মাধ্যমিক পরীক্ষার্থীরা
- মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র খুলবে সাড়ে 8টায়, কী কী নিয়ে যাওয়া নিষেধ, রইল একনজরে