হাওড়া, 3 জানুয়ারি: হাওড়া সদর হাসপাতাল, যার অপর নাম হাওড়া সুপার স্পেশালিটি হাসপাতাল ৷ কিন্তু, নামেই সুপার স্পেশালিটি হাসপাতাল ৷ অভিযোগ, হাসপাতালের ভিতরে ও বাইরে চূড়ান্ত অব্যবস্থা ৷ ন্যায্যমূল্যের দোকানে ওষুধ পাওয়া যাচ্ছে না ৷ এমনকি রাত ন’টা বাজতেই সেই দোকানও বন্ধ হয়ে যাচ্ছে ৷ ফলে হয়রানির শিকার হচ্ছেন রোগীর পরিজনরা ৷
রোগীর পরিবারের অভিযোগ, চিকিৎসকদের দেওয়া অনেক ওষুধই বাইরে থেকে কিনে আনতে বাধ্য হচ্ছেন তাঁরা ৷ আর রাত ন’টা বাজলেই ন্যায্যমূল্যের ওষুধের দোকান বন্ধ হয়ে যাচ্ছে ৷ ফলে হাসপাতালের বাইরের দোকান থেকে চড়া দামে ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন দুঃস্থ রোগীর আত্মীয়রা ৷
চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ হাওড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ৷ (ইটিভি ভারত) হাওড়া সদর মহকুমার লোকজন তো বটেই, হাওড়া শহরের একাংশের মানুষও এই সুপার স্পেশালিটি হাসপাতালের উপর নির্ভরশীল ৷ কিন্তু, সেখানকার ন্যায্যমূল্যের ওষুধের দোকানে সব ওষুধ মিলছে না-বলে অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, ওষুধের অভাবে রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে ৷
হাওড়া সুপার স্পেশালিটি হাসপাতালে বাবার চিকিৎসা করাতে আসেন আজাদ নামে এক ব্যক্তি ৷ তিনি অভিযোগ করেছেন, "ডাক্তাররা যে ওষুধ লিখে দিচ্ছেন, তা নায্যমূল্যের দোকানে পাওয়া যাচ্ছে না ৷ বাইরে থেকেই সব ওষুধ কিনতে হচ্ছে ৷ প্রতিদিন পাঁচ হাজার টাকার ওষুধ কিনতে হচ্ছে ৷ এত টাকা কোথায় পাব ! হাসপাতালের ন্যায্যমূল্যের দোকান রাত ন’টা বাজলেই বন্ধ হয়ে যায় ৷ খুবই সমস্যা হচ্ছে ৷ নার্স, ডাক্তারাও কিছু শুনছেন না ৷ খারাপ ব্যবহার করছেন ৷"
একাংশ রোগীর পরিবার অভিযোগ করেছেন, "সরকারি ওষুধ ছাড়া অনেক ওষুধই বাইরে থেকে কিনে আনতে বলছেন চিকিৎসকরা ৷ রাত হলেই এই সমস্যা হচ্ছে ৷ দিনের পর দিন এভাবে চললেও, সমস্যার সমাধানে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না ৷" হাসপাতালের ন্যায্যমূল্যের ওষুধের দোকান সূত্রে জানা যাচ্ছে, প্রায়শই এমন কিছু ওষুধ চিকিৎসকরা লিখে দিচ্ছেন, যেগুলি সচরাচর ন্যায্যমূল্যের দোকানে পাওয়া যায় না ৷ ফলে রোগীর পরিবারকে সেগুলি বাইরে থেকে কিনতে হচ্ছে ৷
ন্যায্যমূল্যের দোকানে ওষুধ না-পাওয়ার যেমন সমস্যা রয়েছে ৷ তেমনই আরও একটি অভিযোগ করছেন রোগীর আত্মীয়দের একাংশ ৷ আর তা হল, হাসপাতালের ভিতরে টোটো দৌরাত্ম্য ৷ হাসপাতালে যত্রতত্র টোটো স্ট্যান্ড গজিয়ে উঠেছে বলে অভিযোগ ৷ এ নিয়ে নিরাপত্তারক্ষী ও পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করছেন তাঁরা ৷
তাঁদের অভিযোগ, টোটোর জন্য হাসপাতালের ভিতরে অ্যাম্বুল্যান্স ঢুকতে সমস্যা হচ্ছে ৷ দীর্ঘক্ষণ রোগী নিয়ে হাসপাতালের গেটের সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে অভিযোগ করেছেন রোগীর আত্মীয়রা ৷ এমনকি অনেক সময় রোগীর পরিবারের লোকজনকে রাস্তায় নেমে টোটো সরানোর অনুরোধ করতে হচ্ছে ৷
এক রোগীর আত্মীয় নীলু চক্রবর্তীর অভিযোগ, "হাসপাতালে টোটো ও অবৈধ পার্কিংয়ের দৌরাত্ম্য বেড়েছে ৷ রোগীর পরিবারের লোকেদের জন্য রাতে থাকার নির্দিষ্ট ব্যবস্থা নেই ৷ তাঁদের গাড়ি রাখার কোনও ব্যবস্থা নেই হাসপাতালে ৷ ভিতরের কর্মীরাও সঠিকভাবে তাঁদের দায়িত্ব পালন করছেন না ৷"
সব অভিযোগই কার্যত স্বীকার করে নিয়েছেন হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত ৷ তিনি বলেন, "নতুন লোককে ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে ৷ তাঁরা শীঘ্রই দোকান চালু করবেন ৷ বিষয়টি নিয়ে আমি অবগত রয়েছি ৷ হাসপাতালের মধ্যে নিরাপত্তার বিষয়টি নিয়েও হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলা হয়েছে ৷ দ্রুত এই সমস্যা সমাধান হবে বলেই আমি আশাবাদী ৷"
হাওড়া সুপার স্পেশালিটি হাসপাতালের অব্যবস্থার অভিযোগ নিয়ে মন্ত্রী অরূপ রায় বলেন, "হাসপাতালের মধ্যে অবৈধ পার্কিং বরদাস্ত করা হবে না ৷ আমি সুপারকে বলব অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে এফআইআর করতে ৷ তাতে পুলিশ ব্যবস্থা নেবে ৷ হাসপাতালের মধ্যে স্থায়ী পুলিশি বন্দোবস্ত করা দরকার ৷ এছাড়াও ওই দোকান হস্তান্তরের জন্য এই সমস্যা তৈরি হয়েছে ৷ দ্রুত মিটে যাবে ৷"
যদিও, হাওড়া হাসপাতালের অব্যবস্থার জন্য দুর্নীতি ও কাটমানিকেই দায়ী করেছেন বিজেপি নেতা উমেশ রাই ৷ তিনি বলেন, "হাওড়ার কিছু নেতা ও মন্ত্রীর মদতেই এসব হচ্ছে ৷ রাজ্য সরকারের বরাদ্দ কোটি-কোটি টাকা নেতা ও মন্ত্রীর পকেটে ঢুকছে ৷ আর হাসপাতাল সুপার নিরীহ ও ভালো মানুষ, তিনি শুধু সই করে যাচ্ছেন ৷ হাসপাতালের এই ছবি বর্তমান সরকারের আমলে বদলের কোনও সম্ভাবনা নেই ৷"