পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আধার কার্ড বাতিল নিয়ে আন্দোলন মতুয়াদের, প্রয়োজনে আমরণ অনশনের হুঁশিয়ারি - আধার কার্ড বাতিল

Aadhaar Card Cancellation Issue: বাতিল হওয়া আধার কার্ডের 50-60 শতাংশ মতুয়া সম্প্রদায়ের ৷ দ্রুত সমস্যার সমাধান না-হলে বৃহত্তর আন্দোলনের হুমকি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুরের ।

Aadhar Card Cancellation Issue
আধার কার্ড বাতিল নিয়ে আন্দোলনের হুঁশিয়ারী মতুয়াদের

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 12:57 PM IST

Updated : Feb 20, 2024, 3:12 PM IST

আধার কার্ড বাতিল নিয়ে আন্দোলন মতুয়াদের

গাইঘাটা, 20 ফেব্রুয়ারি: রাজ্যজুড়ে প্রায় 50 থেকে 60 শতাংশ মতুয়া সম্প্রদায়ের মানুষের আধার কার্ড বাতিল করা হয়েছে বলে দাবি সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুরের । দ্রুত এই সমস্যার সমাধান না-হলে আগামী দুই-তিন দিনের মধ্যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে অঞ্চল ও ব্লকে ব্লকে বিক্ষোভ দেখানো হবে বলে জানালেন তিনি । সোমবার উত্তর 24 পরগনার ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে মতুয়া মহাসংঘের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷

আধার কার্ড বাতিলের ঘটনায় সরগরম রাজ্য ৷ ইতিমধ্যে বনগাঁ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের প্রায় 30 জনের আধার কার্ড বাতিলের চিঠি এসেছে । সেখানে মতুয়াভক্তরা আধার কার্ড বাতিল হওয়ার কথা জানান সংঘাধিপতি মমতাবালা ঠাকুরকে । সোমবার বৈঠক শেষে মমতা ঠাকুর বলেন, "4-5 দিন ধরে মানুষের কাছে আধার কার্ড বাতিলের চিঠি পৌঁছে যাচ্ছে । আধার কার্ড বাতিল হওয়ার ফলে মানুষের রেশন বন্ধ হয়ে গিয়েছে, জমি বিক্রি করতে পারছেন না ৷ ব্যাংক থেকে নিজেদের টাকা তুলছে পারছেন না । ফলে আতঙ্কিত হয়ে মতুয়া ভক্তরা আমার কাছে আসছেন ।"

তাঁর দাবি, যাদের আধারকার্ড বাতিল করা হচ্ছে তার মধ্যে প্রায় 50 থেকে 60 শতাংশই মতুয়া সম্প্রদায়ের মানুষ । কেন্দ্র পরোক্ষভাবে ডিজিটাল এনআরসি চালু করেছে ৷ মতুয়াদের গোলামে পরিণত করতে চাইছে কেন্দ্র । তাই দ্রুত সমস্যা সমাধানের দাবিতে বিডিও, এসডিও, ডিএস-এর কাছে ডেপুটেশন দেবেন বলে জানিয়েছেন । প্রয়োজনে ঠাকুরবাড়িতে আমরণ অণশনে বসবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন সংঘাধিপতি ৷

এদিকে এদিনই দিল্লিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর আধার কার্ড বাতিল নিয়ে সাংবাদিক সম্মেলন করে ক্ষমা চান ৷ আধার কার্ড বাতিল হলেও আতঙ্কিত না হওয়ার কথা বলেন । প্রযুক্তিগত সমস্যার কারণে আধার কার্ড বাতিলের চিঠি গিয়েছে বলে জানান তিনি । সকলের আধার কার্ড চালু হয়ে যাবে বলে আশ্বাস দেন । সমস্যা সমাধানের জন্য একটি ই-মেল আইডি ও হোয়াটস অ্যাপ নম্বর চালু হয়েছে বলেও জানান শান্তনু ঠাকুর ৷
শান্তনু ঠাকুরের সাংবাদিক সম্মেলন প্রসঙ্গে মমতা ঠাকুর বলেন, "যদি কোনও টেকনিক্যাল সমস্যা হয়ে থাকে সেটা নিয়ে বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী বা আধার কার্ড অথরিটি । শান্তনু ঠাকুর যখন বলছেন তা হলে সে ঠিক করে দিক ।"

আরও পড়ুন:

  1. রাজ্যকে অন্ধকারে রেখে নিষ্ক্রিয় করা হচ্ছে আধার, প্রতিবাদ করে মোদিকে চিঠি মমতার
  2. দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করতে চান ? আধারের বিকল্পে প্রশ্ন শুভেন্দুর
  3. মুখ্যমন্ত্রীর আশ্বাসেও মেলেনি স্বস্তি! আধার কার্ড বাতিলে আতঙ্কিত গ্রামবাসীরা
Last Updated : Feb 20, 2024, 3:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details