পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মহিলার সঙ্গে ভিডিয়োর জের ! সিপিআইএম জেলা কমিটি থেকে বাদ সুশান্ত ঘোষ - SUSANTA GHOSH

পশ্চিম মেদিনীপুর সিপিআইএম জেলা সম্পাদক ছিলেন সুশান্ত ঘোষ ৷ তাঁর জায়গায় বিজয় পালকে বেছে নিল দলের নেতৃত্ব ৷

SUSANTA GHOSH
বাম নেতা সুশান্ত ঘোষ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2025, 7:43 AM IST

মেদিনীপুর, 14 জানুয়ারি:অপসারিত হওয়ার পর থেকে জল্পনা চলছিলই ৷ এবার সমস্ত জল্পনা সত্যি হল ৷ মহিলাঘটিত কাণ্ডের জেরে জেলা কমিটি থেকে বাদ পড়লেন পশ্চিম মেদিনীপুর সিপিআইএম প্রাক্তন জেলা সম্পাদক সুশান্ত ঘোষ ৷ তাঁর জায়গায় ভারপ্রাপ্ত বিজয় পালকে বেছে নিল দল ৷ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে 12 জানুয়ারি ও 13 জানুয়ারি সিপিআইএম-এর 25তম জেলা সম্মেলনের আয়োজন করা হয় ৷ দু'দিনের সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রীদীপ ভট্টাচার্য-সহ বাম নেতারা ।

এক সময় পশ্চিম মেদিনীপুর জেলা সিপিআইএম-এর দোর্দণ্ডপ্রতাপ নেতা ছিলেন সুশান্ত ঘোষ ৷ পাশাপাশি, পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রীও ছিলেন তিনি ৷ মহিলাঘটিত অভিযোগ ওঠায় সম্প্রতি তাঁকে জেলা সম্পাদকের পদ থেকে অপসারণ করে বাম নেতৃত্ব ৷ তাঁর জায়গায় কিছু সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয় বিজয় পালকে ৷ তবে সুশান্ত ঘোষকে নিয়ে দলের অন্দরে অশ্বস্তি ক্রমেই বাড়ছিল ৷

পশ্চিম মেদিনীপুর সিপিআইএম জেলা সম্পাদক (ইটিভি ভারত)

প্রথম দিনের সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ । সন্ধ্য়া পর্যন্ত তিনি ছিলেন সম্মেলনে । কিন্তু, দ্বিতীয় দিনে তাঁকে আর দেখা যায়নি ৷ সোমবার জেলা সম্মেলনের শেষ দিনে বিজয় পালের হাতেই দায়িত্ব তুলে দেয় দল ৷ এদিন, 68 জনের কমিটি গঠন করে দল ৷ সিপিআইএম সূত্রের খবর, আরও দু'জনকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করার কথা রয়েছে ৷

বাম আমলে দীর্ঘদিন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী ছিলেন সিপিআইএমের ডাকা-বুকো নেতা সুশান্ত ঘোষ । রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কঙ্কাল কাণ্ডে নাম জড়ায় তাঁর ৷ ঘটনায় জেলও খাটেন তিনি। যদিও দল তখন তাঁর পাশেই ছিল । তাঁকে ভোটে লড়ারও সুযোগ দেওয়া হয় ৷ গত বিধানসভা ভোটে তাঁকে প্রার্থী করা হয় সালবনি কেন্দ্র থেকে। নির্বাচনে হেরে যাওয়ার পর দল তাঁকে পুনরায় পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক হিসেবে নির্বাচিত করে ।

সিপিআইএম জেলা সম্মেলনে দলীয় নেতৃত্বের সঙ্গে বিজয় পাল (ইটিভি ভারত)

কিন্তু, গত অগস্টে তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে সহবাসের অভিযোগ করেন এক মহিলা । সোশাল মিডিয়ার ছড়িয়ে পড়ে একটি ভিডিয়ো ৷ এমনকী, সুশান্ত ঘোষের বিরুদ্ধে রাজ্য বাম নেতৃত্বের কাছে লিখিত অভিযোগ জানান ওই মহিলা । অভিযোগ, 2006 সালে তৎকালীন মন্ত্রী সুশান্তের সঙ্গে পরিচয় হয় তাঁর । চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সুশান্ত ঘোষ তাঁকে বাড়িতে ডাকেন বলে অভিযোগ । বাড়িতে মন্ত্রী তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন ।

মহিলার আরও অভিযোগ, চাকরির প্রতিশ্রুতি দিয়ে তারপরও একাধিকবার তাঁর সঙ্গে সহবাস করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী । এমনকী, কাউকে সেই কথা না জানানোর জন্য মহিলাকে হুমকিও দেন বলে অভিযোগ । তাঁর বিয়ের পরও প্রাক্তন মন্ত্রী তাঁকে যোগাযোগ রাখতে বাধ্য করেন বলেও শোনা যায় । এই অভিযোগ পাওয়ার পর সুশান্ত ঘোষকে জেলা সম্পাদকের পদ থেকে সরিয়ে ভারপ্রাপ্ত জেলা সম্পাদক করা হয় মেদিনীপুরের দীর্ঘদিনের কর্মী বিজয় পালকে । অবশেষে, জেলা কমিটির সম্মেলনে পুরোপুরি দায়িত্ব তুলে দেওয়া হল তাঁকে ।

অবশ্য, জেলার সম্পাদক পদের দাবিদার ছিলেন মোট তিন জন । এই সম্মেলনে দলের কয়েকজন গোপাল প্রামাণিক এবং কয়েকজন মেঘনাদ ভুইয়াঁর নাম প্রস্তাব করেন । কিন্তু, শেষ পর্যন্ত সর্বসম্মতিক্রমে পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএমের সম্পাদক নির্বাচিত হন বিজয় পাল । আগামী ফেব্রুয়ারি মাসে হুগলির ডানকুনিতে রয়েছে সিপিএমের রাজ্য সম্মেলন । এখন দেখার রাজ্য কমিটি থেকেও সুশান্ত বাদ পড়েন কি না !

এই বিষয়ে নবনির্বাচিত পশ্চিম মেদিনীপুর সিপিআইএম জেলা সম্পাদক বিজয় পাল বলেন, "এটা পুরোপুরি জেলা কমিটির সিদ্ধান্ত । এখানে দলের সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে ।" নতুন দায়িত্ব পেয়ে তিনি জানান, যে সব শিল্প, কলকারখানা বন্ধ, সেগুলিকে চালু করা, ঘাটাল মাস্টার প্ল্যান, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে প্রতিবাদ করা এবং রোজগারের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে ৷

পড়ুন:অনুব্রতর পা ছুঁয়ে প্রণাম কাজলের, হাতেহাত ধরে জয়দেব মেলার উদ্বোধনে চন্দ্রনাথও

ABOUT THE AUTHOR

...view details