বহরমপুর, 4 জুন: চোখমুখ দেখেই স্পষ্ট যে, রাজনীতির আঙিনায় নবাগত ইউসুফ পাঠানের কাছে হারের শোক কাটিয়ে উঠতে পারেননি ৷ 1999 লোকসভা নির্বাচনে জিতে প্রথমবার সাংসদ নির্বাচিত হওয়ার পর তিল তিল করে সাজিয়েছিলেন যে বহরমপুরকে, সেই বহরমপুর মঙ্গলবার হাত ছেড়ে দিল অধীর রঞ্জন চৌধুরীর ৷ বডি ল্যাঙ্গুয়েজে বিপর্যয়ের ছাপ স্পষ্ট, তবু হারের পর এদিন সাংবাদিক সম্মেলনে এলেন 'রবিনহুড' অধীর ৷ আড়াই দশক পর বহরমপুরে হার নিয়ে বলতে গিয়ে স্বল্প বাক্যই খরচ করলেন তিনি ৷ বললেন, "এতদিন অপরাজেয় ছিলাম, এখন পরাজিত ৷ এর বেশি কী বলব ৷"
সত্যিই তো, রাজনীতিতে আনকোরা ইউসুফের কাছে এমন দুঁদে রাজনীতিকের হার নিয়ে কী-ই বা বলার থাকতে পারে ৷ তবু বললেন অধীর ৷ বহরমপুরের পাঁচবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড জয়ের ব্যবধান নিয়ে বললেন, "ওখানে (ডায়মন্ড হারবার) তো ভোট হয়নি, ভোটের নামে প্রহসন হয়েছে ৷" বসিরহাটে হাজি নুরুল ইসলামের জয় নিয়ে অধীর বলেন, "এটা অদ্ভূত লাগছে, অবাক লাগছে ৷"