কলকাতা, 17 মে: প্রথম চার দফার ভোট আপাত নির্বিঘ্নে কাটলেও কমিশন যে চিন্তায় তা একরকম স্পষ্ট ৷ চতুর্থ দফার ভোটে বিক্ষিপ্ত হিংসার ঘটনাও সামনে এসেছে ৷ আর তার জেরেই পঞ্চম দফায় বাড়ানো হলো কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ! নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগে বাহিনী ছিল 762 কোম্পানি ৷ এবার থাকছে 799 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷
পঞ্চম দফা থেকে কার্যত ভোট দক্ষিণবঙ্গে ৷ কেন্দ্রের সংখ্য়াও বেশি ৷ এবার সেই অনুয়ায়ী বাড়তে চলেছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও। আগামী সোমবার অর্থাৎ 20 মে রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। নির্বাচন হবে সাতটি আসনে ৷ হাওড়া, হুগলি, উলুবেরিয়া, বনগাঁ, ব্যারাকপুর, শ্রীরামপুর ও আরামবাগে। আর তার আগেই বাড়তে চলেছে পঞ্চম দফার কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ৷ এমনটাই খবর মিলেছে নির্বাচন কমিশন সূত্রে।
প্রথমে কথা ছিল যে পঞ্চম পর্বের নির্বাচনে 762 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে ৷ তবে সেই সংখ্যা এখন বেড়ে দাঁড়ালো 799 কোম্পানি। কারণ রাজ্যে আসছে আরও 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তাই এবার মোট সংখ্যা হয়ে দাড়ালো 799। সব চেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হচ্ছে হুগলিতে। মোট 181 কোম্পানি থাকবে হুগলিতে। কারণ কমিশনের নজরে রয়েছে ব্যারাকপুর, আরামবাগ এবং হুগলি।