পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভিনেশ ফোগতকে ভারতরত্ন অথবা রাজ্যসভার সাংসদ করার দাবি তুললেন অভিষেক - VINESH PHOGAT

Abhishek Banerjee Claims Big on Vinesh Phogat: ভিনেশ ফোগতকে বিশেষ স্বীকৃতি দেওয়ার দাবি তুললেন অভিষেক ৷ তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড' মনে করেন ভিনেশ অলিম্পিক্সে যে লড়াই দিয়েছেন তার জন্য তাঁকে ভারতরত্ন দেওয়া উচিত ৷ আর তা না হলে তাঁকে রাজ্য়সভার মনোনিত সদস্য হিসেবে পাঠানো উচিত ৷

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 7, 2024, 10:57 PM IST

কলকাতা, 7 অগস্ট:ভিনেশ ফোগতকে ভারতরত্ন দেওয়া বা রাজ্য়সভার মনোনিত সাংসদ করার দাবি তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অলিম্পিক্সে মঞ্চে ভিনেশ যে লড়াই দেখিয়েছেন, তার জন্য়ই তাঁকে এই দুটির কোনও একটি সম্মান দেওয়া উচিত বলে মনে করেন তিনি ৷ নিজের এক্স হ্যান্ডেলে এমনই দাবি করেন তিনি ৷ তিনি লিখেছেন,"সরকার এবং বিরোধীদের উচিত একমত হয়ে একটি পথ খুঁজে বের করা যাতে হয় ভিনেশ ফোগতকে ভারতরত্ন প্রদান করা যায় অথবা তাকে রাষ্ট্রপতি-মনোনীত রাজ্যসভার সাংসদ করা যায় ৷

অভিষেকের কথায়, "তিনি যে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন, তা অস্বীকার করার উপায় নেই। তাঁকে বিরাট সংগ্রামের মুখোমুখি হতে হয়েছে ৷ সেটা বিবেচনা করলে এইটুকু তাঁর জন্য করা যেতেই পারে ৷ আর তা-ও খুব কমই করা হবে।" পাশাপাশি তৃণমূল নেতা আরও মনে করেন, কোনও মেডেলই ভিনেশের যোগ্যতাকে প্রমাণ করতে পারবে না ৷ ওজন বেশি থাকার কারণে সোনার পদকের ম্যাচের আগে 'অযোগ্য' বলে ঘোষিত হন ভিনেশ ফোগত ৷ আর তার জেরেই সোনার পদকের জন্য লড়া হবে না তাঁর ৷ সব মিলিয়ে ফাইনালে পৌঁছেও কোনও পদক ছাড়াই প্যারিস থেকে ফিরতে হচ্ছে ভারতীয় কুস্তিগীরকে ৷

আরও জানা গিয়েছে, মঙ্গলবার তিন-তিনটি বাউটের মাঝে যাতে ডিহাইড্রেশনের সমস্য়া না-হয়, সে জন্য সামান্য জল খেয়েছিলেন ভিনেশ ফোগত ৷ আর এর ফলে বাউটের পর দেখা যায় ভারতীয় কুস্তিগীরের ওজন কিছুটা বেড়ে গিয়েছে ৷ কোচের নির্দেশে নিয়ম মেনে শুরু হয় ওজন ঝরানোর প্রক্রিয়া ৷ সারারাত সব রকম প্রচেষ্টার পরও বুধবার সকালে ওজন মাপার সময় দেখা যায় নির্ধারিত 50 কেজির তুলনায় 100 গ্রাম বেশি ওজন রয়েছে ভিনেশের ৷ এই প্রথমবার নয়, আগেও এই সকল প্রক্রিয়া মেনেই বেড়ে যাওয়া ওজন কমিয়েছিলেন ভিনেশ ৷ কিন্তু ব্যর্থ হলেন এবারই ৷ এমনটাই জানালেন অলিম্পিক্সে ভারতের চিফ মেডিক্যাল অফিসার ডঃ দিনশ পাউডিওয়ালা ৷ এভাবে ওজন কমানোর চেষ্টা করায় হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে ৷

ABOUT THE AUTHOR

...view details