পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নারী নির্যাতনে অভিযুক্ত শিবু-উত্তমকে কেন হেফাজতে চাইছে না সিবিআই, প্রশ্ন অভিষেকের - Sandeshkhali Incident

Abhishek Banerjee in Basirhat: সন্দেশখালির ঘটনা যেন নাড়িছে দিয়েছে বাংলাকে ৷ বুধবার এই প্রথম সন্দেশখালি এলাকার লোকসভা কেন্দ্র বসিরহাটে পা-রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সভা থেকে তিনি বলেন, "নারী নির্যাতন নিয়ে আদৌ উদ্বিগ্ন নয় বিজেপি। তাহলে শিবু হাজরা, উত্তম সর্দারদের কেন হেফাজতে চাইছে না সিবিআই ?"

শিবু-উত্তমকে কেন হেফাজতে চাইছে না সিবিআই
Abhishek Banerjee in Basirhat

By ETV Bharat Bangla Team

Published : Mar 20, 2024, 6:16 PM IST

Updated : Mar 20, 2024, 7:09 PM IST

কলকাতা, 20 মার্চ: লোকসভা নির্বাচনের আগে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অন্যতম বড় অস্বস্তির নাম সন্দেশখালি। সম্প্রতি দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারংবার রাজ্যে এসে সন্দেশখালি এবং সেখানকার নারী নির্যাতনের প্রশ্নে সরব হয়েছেন। এদিকে, সন্দেশখালি ঘটনার পর বুধবার প্রথম বসিরহাট মহকুমায় গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কেউ। বসিরহাটে দাঁড়িয়ে অভিষেক কী বলেন, সেদিকে গোটা রাজ্যের মানুষের চোখ ছিল।

এই বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যেই পরে সন্দেশখালি। কার্যত সেখানে ভোট প্রচারে এসে অভিষেকের বক্তব্য ছিল প্রাসঙ্গিক। কিন্তু এখানে অভিষেক স্পষ্ট জানিয়ে দিলেন, নারী নির্যাতনের প্রতিবাদ নয়, সন্দেশখালি নিয়ে বিজেপির হইচইয়ের লক্ষ্য অন্য। নারী নির্যাতন যদি বিজেপির অন্যতম প্রচারের অস্ত্র হয় তাহলে কেন শিবু হাজরা থেকে শুরু করে উত্তম সর্দারদের এখনও নিজেদের হেফাজতে নিচ্ছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।

এদিন বসিরহাটের মাটি থেকে ভোট প্রচারে এসে অভিষেক স্পষ্ট করে দিয়েছেন, "পঞ্চায়েত বা বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা জয়ী হয়েছে মানে যা খুশি তাই করার ছাড়পত্র পেয়ে গিয়েছেন ৷ দল এটা বরদাস্ত করবে না। যে কোনও স্তরের পঞ্চায়েতে প্রতিনিধিরা যদি কারও সঙ্গে দুর্ব্যবহার করেন বা যদি ভেবে নেন আমি পঞ্চায়েতে জিতেছি মানে হাতির পাঁচ পা দেখব। কোনও অভাব-অভিযোগ পেলে তাকে রেওয়াদ করা হবে না।"

তিনি বলেন, "শাহজাহান শেখকে সিবিআই গ্রেফতার করেনি। গ্রেফতার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। একইভাবে সারদা কর্তা সুদীপ্ত সেনকেও সিবিআই গ্রেফতার করেনি, করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বের করে দলীয় ব্যবস্থা অন্য কোনও দল নয়, তৃণমূল কংগ্রেস নিয়েছে। আপনারা দেখান তো সিপিএম 34 বছর ধরে ক্ষমতায় যে ছিল তাদের একটাও সিপিএম নেতা 34 বছর ধরে গ্রেফতার হয়েছে।"

তাঁর আরও সংযোজন, "আপনারা দেখান তো 17টি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে একটি জায়গায়ও বিজেপি নেতারা গ্রেফতার হয়েছেন। বিজেপির উদ্দেশ্য নারী সুরক্ষা নয়। বরং, উদ্দেশ্য তৃণমূল সম্পর্কে মানুষকে ভুল বুঝিয়ে রাজ্যকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া। এদিন অভিষেক প্রশ্ন তুলেছেন, সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ উঠেছিল। এই নিয়ে উত্তাল হচ্ছিল পুরো রাজ্য। শাহজাহান শেখকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের হেফাজতে নেওয়া হল কিন্তু কেন শিবু হাজরা বা উত্তম সর্দারদের নিয়ে কোনও আগ্রহ দেখাচ্ছে না ৷ ওদের লক্ষ্যটা বুঝুন, তাহলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে ৷"

আরও পড়ুন:

  1. ডায়মন্ড হারবারে চার লাখের ব্যবধানে বিজেপিকে গ্যারাজ করব: অভিষেক
  2. বিধায়কের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ, বিধিভঙ্গের অভিযোগে কমিশনে শুভেন্দু
  3. কয়লাপাচার মামলায় 'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, লোকসভা ভোটের আগে দিল্লিতে ডাক নয়
Last Updated : Mar 20, 2024, 7:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details