পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলকে ভোট দিলেই আবাস যোজনার কিস্তি, বছর শেষেই ঘাটাল মাস্টার-প্ল্যান; প্রতিশ্রুতি অভিষেকের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: ঘাটাল লোকসভা কেন্দ্রে দেবের হয়ে প্রচারে বড় দু’টি প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ 31 ডিসেম্বরের মধ্যে দীর্ঘদিনের দাবিপূরণের কাজ শুরু করবেন বলে জানালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 8:51 PM IST

31 ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করার প্রতিশ্রুতি অভিষেকের

ঘাটাল, 7 এপ্রিল: তিনি যা বলেন, সেটা করে দেখান ৷ ফাঁকা প্রতিশ্রুতি দেন না ৷ ঘাটাল লোকসভা কেন্দ্রে দেবের হয়ে প্রচারে গিয়ে এমনটাই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আর তাই 31 ডিসেম্বরের মধ্যে সমগ্র মেদিনীপুরবাসীর দীর্ঘদিনের ঘাটাল মাস্টার-প্ল্যানের কাজ শুরু হয়ে যাবে, কথা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ আর তার জন্য কেন্দ্র নয়, রাজ্য সরকার 1500 কোটি টাকা খরচ করবে বলে দাবি করলেন অভিষেক ৷

সঙ্গে গত দু-তিন বছর ধরে দুই মেদিনীপুরের মানুষ আবাস যোজনার যে টাকা পাননি, তার প্রথম কিস্তি 31 ডিসেম্বরের মধ্যে সবাই পেয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিলেন অভিষেক ৷ তবে, এখানে একটা শর্ত দিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, "আমি কথা দিয়ে গেলাম, এখানকার বিধানসভা হোক বা পঞ্চায়েত ৷ যেখান থেকে তৃণমূলের হাত শক্তিশালী হবে এই নির্বাচনে, সেখানকার লোকদের আবাস যোজনার প্রথম কিস্তির টাকা রাজ্য সরকার 31 ডিসেম্বরের মধ্যে অ্যাকাউন্টে দেবে ৷" এর জন্য কেন্দ্রের কাছে রাজ্যের তৃণমূল সরকার আর হাত পাতবে-না বলে দাবি করেছেন অভিষেক ৷

এপ্রসঙ্গে, একশোদিনের কাজের টাকার কথা উল্লেখ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ তিনি বলেন, "দিল্লিতে গিয়ে একশো দিনের কাজের টাকা চেয়েছিলাম আমরা, দেয়নি ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের একশো দিনের কাজের টাকার ব্যবস্থা করে দিয়েছে ৷ এই বাংলা স্বনির্ভর বাংলা ৷ আমাদের দিল্লির কাছে হাত-পাতার প্রয়োজন নেই ৷ আমরা আগেও সোনার বাংলা গড়েছি ৷ ভবিষ্যতেও গড়ব ৷"

আর তিনি কথা দিয়ে, কথা রাখেন বলে দাবি করেছেন ৷ এমনকী ধূপগুড়ি মহকুমা, কোচবিহারের দোমহনি বাজারের সংস্কারের মতো কয়েকটি উদাহরণও এদিন তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ পূর্ব মেদিনীপুরে দশটি গরিব পরিবারের জমির পাট্টা এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তিনিই মুখ্যমন্ত্রীর কাছে আরজি জানিয়ে পাঁচশো থেকে ডাবল করেছেন বলে দাবি করেন অভিষেক ৷

আরও পড়ুন:

  1. 'আমার দফতরে এসেছিল, দরজা বন্ধ করে দিয়েছিলাম'; হিরণ প্রসঙ্গে ঘাটালে বিস্ফোরক অভিষেক
  2. ঘাটাল মাস্টার প্ল্যান থেকে উন্নয়ন, আসতকাচের তলায় সাংসদ দেব
  3. 'আমি শো-কজ পেলে হিরণ পাগলু ডান্স করত', একদা সতীর্থকে নিয়ে ক্ষুব্ধ দেব

ABOUT THE AUTHOR

...view details