পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পিছিয়ে পড়া জনজাতির ভোট পেতে দুয়ারে টিম অভিষেক - Abhishek Banerjee

Tapashilir Sanglap Team: দেশজুড়ে সিএএ লাগু হওয়ার পর তৃণমূল সেনাপতির নয়া কর্মসূচি তফশিলি সংলাপ টিম ৷ দিদিকে বলো, বাংলার গর্ব মমতার মতোই এই কর্মসূচির লক্ষ্য তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের সঙ্গে জনসংযোগ আরও গাঢ় করা ৷ 15 মার্চ থেকে শুরু হবে এই প্রচার ৷ যাঁর নেতৃত্বে রয়েছেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা ৷

দুয়ারে দুয়ারে অভিষেকের তফশিলি সংলাপ টিম
Tapashilir Sanglap Team

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 6:47 PM IST

দুয়ারে দুয়ারে অভিষেকের তফশিলি সংলাপ টিম

কলকাতা, 12 মার্চ: লোকসভা ভোটে নজরে রাজ্যের আদিবাসী থেকে পিছিয়ে পড়া জনজাতির ভোট। মঙ্গলবার সেই উপলক্ষে নজরুল মঞ্চে আদিবাসী, পিছিয়ে পড়া জনজাতির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহল থেকে শুরু করে জেলার আদিবাসী, পিছিয়ে পড়া জাতি ভোটারদের কাছে পৌঁছবে তৃণমূলের 'তফশিলি জাতি সংলাপ' টিম।

বৈঠক সূত্রে খবর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া-সহ একাধিক জেলায় ব্লকে ব্লকে পৌঁছবে এই দল। প্রায় 150টির বেশি সজ্জিত গাড়ি এই দল নিয়ে যাবে। সম্প্রতি, একটি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন 294টি বিধানসভায় দলের তরফে দায়িত্বপ্রাপ্তদের 15 জনের প্রতিনিধি দল বাছাই করতে হবে। তাতে 10 জন তফশিলি জাতি ও 5 জন তফসিলি উপজাতি সদস্য থাকবেন। তাঁদের নিয়েই আজ নজরুল মঞ্চে বৈঠক হয়।

বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে এই দল কী করবে, কোথায় যাবে, কী প্রচার করবে সব কৌশল ঠিক করে দেন। আদিবাসী তফশিলি জাতি, উপজাতি এবং পিছিয়ে পড়া অন্যান্য সম্প্রদায় এমনকী সিএএ লাগু হওয়ার পর মথুয়া সম্প্রদায়ের ভোট ব্যাংক বিজেপির দিকে ঢুকবে বলেই মনে করছে ঘাসফুল শিবির ৷ সেখানে দাঁড়িয়ে এই ভোটকে নিজেদের ঝুলিতে ফিরিয়ে আনায় মূললক্ষ্য এখন তৃণমূল কংগ্রেসের। সেই উদ্দেশ্যে তৃণমূলের নতুন প্রচার তফশিলি সংলাপ।

  • তফশিলি জাতি-উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষের সঙ্গে সংযোগ স্থাপনে বিশেষ উদ্যোগ-
  • সংযোগ স্থাপন করতে বিশেষ প্রচারাভিযান কর্মসূচি 'তফশিলির সংলাপ' কর্মসূচি নিয়ে তোড়জোড় শুরু রাজ্যজুড়ে।
  • আগামী 15 মার্চ থেকে প্রচারাভিযান কর্মসূচি শুরু হবে।
  • সেই প্রচারাভিযান কর্মসূচির সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • প্রচারের জন্য নামানো হচ্ছে নির্দিষ্ট ব্র্যান্ডেড গাড়ি ৷ মোট 150টি গাড়ি ঘুরবে এলাকায় এলাকায় ৷
  • তফশিলি জাতি-উপজাতি সম্প্রদায় অধ্যুষিত এলাকায় পরিদর্শন করবে।
  • ওই গাড়ি 6 হাজারেরও বেশি এলাকা পরিদর্শনের লক্ষ্যমাত্রা।
  • দেড় কোটির বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্যমাত্রা।

প্রচারে তুলে ধরা হবে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের জন্য কী কী পদক্ষেপ নিয়েছে। তাঁদের বুঝিয়ে লোকসভায় যাতে জোড়া ফুলে ভোট আসে সেই চেষ্টাই করা। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা-সহ অন্যান্য নেতৃত্ব।

আরও পড়ুন:

  1. বিজেপির কাছে সিবিআই-ইডি আছে, মানুষ তৃণমূলের সঙ্গে; জনগর্জন সভায় আত্মবিশ্বাসী অভিষেক
  2. 'জনগণের গর্জন, বাংলায় বিরোধীদের বিসর্জন', ব্রিগেডের মঞ্চে হুঙ্কার অভিষেকের
  3. তৃণমূলের জনগর্জনে হলুদ পতাকায় 'অধিনায়ক অভিষেক'

ABOUT THE AUTHOR

...view details