পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'ক্ষতিপূরণ দেওয়া হবে, কমিশন শাস্তি দিলে মাথা পেতে নেব', মমতার সুরেই ঘোষণা অভিষেকের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Abhishek Banerjee at Jalpaiguri: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই নির্বাচন কমিশনের নিয়ম না মানার কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য কমিশনের শাস্তি মাথা পেতে নিতেও প্রস্তুত তৃণমূলের অধুনা 'সেকেন্ড ইন কমান্ড' ৷

Etv Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়-মমতা বন্দ্যোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 9:47 PM IST

Updated : Apr 13, 2024, 7:13 AM IST

জলপাইগুড়ি, 12 এপ্রিল: 48 ঘণ্টা অর্থাৎ সোমবারের মধ্যে ঝড়ে ক্ষতিগ্রস্তরা টাকা পাবেন ৷ ভোটের পর আরও টাকা দেবে তৃণমূল ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই জলপাইগুড়ির বার্নিসের সভামঞ্চ থেকে দুর্গতদের পাশে থাকার বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ সভা শেষে কথা বলেন ঝড়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গেও ৷ পাশাপাশি বিরোধীদের সমালোচনাও করলেন বাংলার শাসক শিবিরের 'সেনাপতি'!

অভিষেক বলেন, "তৃণমূলের প্রতিনিধি দল দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়েছিল। কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারদের যাতে বাড়ি তৈরির টাকা পেতে যাতে দেরি না হয় তার জন্য কমিশনের কাছে অনুরোধ জানাতে গিয়েছিলেন আমাদের প্রতিনিধিরা। নির্বাচন ঘোষণার পর থেকে রাজ্য সরকার কমিশনের তত্ত্বাবধানে চলে যায়। 31 তারিখ যখন ঝড় হয় পরের দিন রাজ্যের তরফ থেকে কমিশনকে জানানো হয়েছিল ক্ষতিপূরণ দেওয়া হবে যাঁরা ক্ষতিগ্রস্থ হয়েছেন ৷ 1 লক্ষ 20 হাজার টাকা দেবার জন্য অনুমতি দেবার কথা বলা হয়। কিন্তু কমিশন অনুমতি দিল না ৷ তবে আমি কথা দিয়ে গেলাম। ক্ষতিগ্রস্তরা টাকা পাবেন ৷ তারপর নির্বাচন কমিশন যদি মনে করে শাস্তি দেবে তাহলে তা আমরা মাথা পেতে নেব।"

অভিষেক আরও বলেন, "500 পরিবার এমন আছে যাদের ঘর-বাড়ি মাটির সঙ্গে মিশে গিয়েছে ৷ রাজ্য সরকারের তরফে 5 হাজার টাকা দেওয়া হয়েছে। 20 হাজার টাকা বেশি ক্ষতিগ্রস্তদের দেওয়া হয়েছে। আমি আপনাদের কথা দিতে এসেছি। ভোট চাইতে আসিনি। যারা আজকের সভায় এসেছেন তাঁরা যাঁকে ইচ্ছা ভোট দেবেন। তবে নিজের অধিকারকে দেখে ভোট দেবেন।" পাশাপাশি অভিষেক বলেন, "আমাদের প্রতিনিধি আপনাদের দাবি নিয়ে দিল্লিতে লড়াই করতে গিয়েছিলেন। সারারাত-সারাদিন থানায় বসে ছিলেন। তাঁদের কাজ দেখে ভোট দেবেন ৷

Last Updated : Apr 13, 2024, 7:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details