কলকাতা, 13 মে:এফআইআর চ্যালেঞ্জ করে এ বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় । মনোনয়ন জমা দেওয়ার দিন গণ্ডগোলকে কেন্দ্র করে তমলুক থানায় তাঁর নামে দায়ের হয়েছে এফআইআর । সোমবার আদালতে সেই এফআইআর খারিজের আবেদন করেছেন প্রাক্তন বিচারপতি ৷ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত । আগামিকাল এই মামলার শুনানির সম্ভবনা রয়েছে ।
এ দিন পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ এনেছেন প্রাক্তন বিচারপতির আইনজীবী বিল্বদল ভট্টাচার্য । মনোনয়ন জমা দেওয়ার দিন যে গণ্ডগোল হয় তাতে, কেন 307 নং ধারার মতো গুরুতর ধারা যুক্ত করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি । অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, তিনি যাতে প্রচার করতে না-করেন, সে জন্যই তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে ৷
বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় তমলুকে মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন মিছিল থেকে চাকরিহারাদের অনশন মঞ্চে বিজেপি কর্মীরা হামলা করে বলে অভিযোগ ওঠে । এই ঘটনায় প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের হয় বলে অভিযোগ । অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়-সহ আরও একাধিক বিজেপি কর্মী-সমর্থকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় তমলুক থানায় । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামেও অভিযোগ দায়ের হয় । কিন্তু শুভেন্দু অধিকারীকে আদালত সুরক্ষাকবচ দিয়ে রাখার জন্য অভিযোগ থেকে পুলিশ তাঁর নাম বাদ দেয় ।
অভিযোগকারী চাকরিহারাদের দাবি, অনশন মঞ্চে হামলা করা হয় । এই ঘটনায় অনশন মঞ্চে থাকা একাধিক শিক্ষক-শিক্ষিকা আহত হয়েছেন বলে অভিযোগ । বিজেপির নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর-সহ একাধিক ধারার পাশাপাশি অস্ত্র আইনেও মামলা রুজু করা হয় ।
শনিবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মনোনয়ন জমা দেওয়ার আগে সকাল সাড়ে 11টা নাগাদ তমলুকের রাজ ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত বিজেপির বিশাল মিছিল হয় । মিছিলটি স্থানীয় হাসপাতাল মোড়ের দিকে যাচ্ছিল । অভিযোগ, সেই সময় মিছিল থেকে অবস্থানরত চাকরিহারা শিক্ষকদের মঞ্চকে লক্ষ্য করে 'চোর চোর' স্লোগান ওঠে ৷ প্রতিবাদে চাকরিহারাদের মঞ্চ থেকেও পালটা 'চোর চোর' স্লোগান দেওয়া হয় । এরপরে বিজেপি নেতা-কর্মীরা মিছিল থেকে অনশন মঞ্চের দিকে জুতো হাতে তেড়ে যান বল অভিযোগ । মঞ্চের চেয়ার ভাঙচুরের পাশাপাশি অনশন মঞ্চের দিকে ব্যাপক ইট পাটকেল ছোড়া হয় বলেও অভিযোগ ।
বিজেপি কর্মীদের হামলায় বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকা আহত হন । পুলিশ কোনও রকমে পরিস্থিতি সামাল দেয় । এরপর তমলুক থানায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অনশনরত শিক্ষকরা ।
আরও পড়ুন:
- অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের, অস্ত্র আইনে মামলা রুজু
- তমলুকে শুভেন্দুর মিছিল থেকে চাকরিহারাদের উপর হামলার অভিযোগ
- দেশের বিচারব্যবস্থাকে 'প্রভাবমুক্ত' রাখাই আমাদের লক্ষ্য, অভিজিতের পাশে কেন্দ্রীয় মন্ত্রী মেঘওয়াল