পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'ডাইনি' অপবাদে দুই আদিবাসী মহিলাকে খুন, গ্রেফতার 17 জনের জেল হেফাজত - Birbhum Tribal Women Murdered - BIRBHUM TRIBAL WOMEN MURDERED

Tribal Women beaten to Death: বীরভূমে 'ডাইনি' অপবাদে দুই আদিবাসী মহিলা খুনের ঘটনায় গ্রেফতার করা হল মূল পাণ্ডা গ্রামের ওঝা-সহ মোট 21 জনকে ৷ ধৃত 4 জনের পুলিশ হেফাজত হয়েছে। বাকি 17 জনকে জেল হেফাজতে দিয়েছে আদালত ৷ ঘটনার পর মৃতদের গ্রামে বসানো হয়েছে পুলিশ ক্যাম্প ৷

Tribal Women beaten to Death
রামপুরহাট মহকুমা আদালত (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2024, 7:40 PM IST

ময়ূরেশ্বর, 15 সেপ্টেম্বর: বীরভূমের ময়ূরেশ্বরে 'ডাইনি' অপবাদে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল ৷ সেই ঘটনায় ফের এক নাবালিকা ও পাঁচ মহিলাকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে এই ঘটনায় মূল পাণ্ডা-সহ মোট 21 জনকে গ্রেফতার করলেন বীরভূমের ময়ূরেশ্বর থানার আধিকারিকরা । রবিবার ধৃত 6 জনকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক 13 দিনের জেল হেফাজত দিয়েছেন তাদের ৷

জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে বীরভূমের ময়ূরেশ্বর থানার হরিসরা গ্রামে ৷ অভিযোগ, 'ডাইনি' অপবাদে দুই আদিবাসী মহিলাকে বাড়ি থেকে বের করে তাঁদের পরনের কাপড় দিয়ে হাত বেঁধে দু'জনেই পিটিয়ে খুন করা হয় । তারপর তাঁদের দেহ দুটিকে গ্রামের পাশে একটি জলাশয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ । খবর পেয়ে ময়ূরেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ দুটি উদ্ধার করে ।

পুলিশ তদন্তে নেমে প্রথমেই এই ঘটনার মূল পাণ্ডা গ্রামের ওঝা লক্ষ্মীরাম মুর্মু-সহ 6 জনকে গ্রেফতার করে । এরপর শনিবার আরও 9 জনকে পাকড়াও করা হল বীরভূমের ময়ূরেশ্বর থানার পুলিশের তরফে । ধৃত 15 জনের মধ্যে আদালতের কাছে আবেদন করে চারজনকে 6 দিনের পুলিশ হেফাজতে নেয় । বাকি 11 জনকে 14 দিনের জেল হেফাজতে পাঠান বিচারক ৷ তাদের জেরা করে আরও পাঁচজন মহিলা ও এক নাবালিকা-সহ 6 জনের নাম জানতে পারে পুলিশ । আজ তাদেরও গ্রেফতার করা হয় ৷ ধৃতদের মিলিয়ে মোট 17 জনকে জেল হেফাজত দিয়েছে আদালত ৷ ঘটনার পর হরিসরা গ্রামে বসানো হয়েছে পুলিশ ক্যাম্প । নিহতদের পরিবারের সুরক্ষার জন্য মোতায়ন করা হয়েছে একটি পুলিশ টিম ।

ABOUT THE AUTHOR

...view details