পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পার্টিতে যুবককে গুলি করে খুনে অভিযুক্ত বন্ধুরা, গ্রেফতার 6 - Youth Murder Case in Kalyani

Youth Murder at Kalyani: যুবককে গুলি করে খুন ৷ অভিযুক্ত 6 বন্ধুকে গ্রেফতার করল পুলিশ ৷ মঙ্গলবার রাতে ঠিক কী হয়েছিল পাশের বাড়ির ছাদে ?

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 6:35 PM IST

কল্যাণী, 6 মার্চ: কল্যাণীতে যুবককে গুলি করে খুনের ঘটনায় বুধবার সকালে আরও দু'জনকে গ্রেফতার করল পুলিশ ৷ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে ধৃতদের সকলকে আদালতে তোলা হয় ৷ ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে ৷ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে গুলি করে খুনের অভিযোগ ওঠে তাঁর বন্ধুদের বিরুদ্ধে । মৃতের নাম জয় বাড়ুই (20) ৷ বাড়ি কল্যাণী থানার সগুনা গ্রাম পঞ্চায়েতের সুভাষনগর এলাকায় ৷ ঘটনায় মঙ্গলবার রাতেই গ্রেফতার হয় চার অভিযুক্ত ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার কিছু বন্ধু প্রতিদিনের মতো জয়কে পাশের বাড়ির একটি ছাদে ডেকে নিয়ে যায় । সেখানে হঠাৎ করে গুলির আওয়াজ পান প্রতিবেশীরা । এরপরই ঘটনাস্থল ছেড়ে পালায় অভিযুক্তরা । বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি ছাদে গিয়ে দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে জয় । এরপরই তাঁকে উদ্ধার করে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে ।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় কল্যাণী থানার পুলিশ । জয়ের পরিবারের দাবি, তাদের ছেলের সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল না । তবে তার পরিচিত কিছু বন্ধু মঙ্গলবার রাতে ডেকে নিয়ে যায় । কী কারণে এমন ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছেন না তাঁরা । অভিযুক্তদের বিরুদ্ধে পরিবারের তরফে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় । তার ভিত্তিতেই তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ ।

এই বিষয়ে রানাঘাট জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, "অভিযুক্তদের বিরুদ্ধে আগে কোনও দুষ্কৃতীমূলক অভিযোগ নেই । গতকাল বেশ কয়েকজন বন্ধু ওই বাড়ির ছাদে পার্টি করছিল । সেখানেই বসার কারণে তাকে গুলি করতে পারে বলে অনুমান । এই ঘটনায় গতকাল রাতেই দু'জনকে গ্রেফতার করা হয়েছে এবং আজ সকালে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে । তাদেরকে আজ আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার জন্য অনুরোধ করা হবে । ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই পরবর্তীকালে খুনের ঘটনার বিবরণ জানা যাবে ।"

আরও পড়ুন :

  1. হরিদেবপুরে কুয়ো থেকে উদ্ধার প্রৌঢ়ার দেহ, গ্রেফতার স্বামী-ছেলে-বৌমা
  2. শিশু সন্তানকে খুনের দায়ে ফাঁসির সাজা মা ও প্রেমিকের
  3. গৃহবধূ খুনে দেওর-শাশুড়ি-ননদকে যাবজ্জীবন সাজা দিল আদালত

ABOUT THE AUTHOR

...view details