পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সপ্তাহের প্রথম দিনেই কর্মক্ষেত্রে সাফল্য কাদের, জানুন রাশিফলে - DAILY HOROSCOPE FOR 4TH NOVEMBER

আজ 4 নভেম্বর ৷ পুজোর মরশুমের ছুটি কাটিয়ে প্রথম কাজের দিন আজ ৷ সোমবার কারা পাবেন কোনও ভালো খবর? কাদের হাতে আসতে পারে টাকা?

DAILY HOROSCOPE FOR 4TH NOVEMBER
আজকের রাশিফল (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2024, 12:31 AM IST

মেষ: আজ আপনার কোথাও বেড়িয়ে আসার ইচ্ছে হবে। সেটা এমন কোনও ঐতিহাসিক স্থান হতে পারে যেখানে আপনি আগে কখনও যাননি। তবে, সংসারের দায়িত্ব সম্পর্কেও খেয়াল রাখতে হবে, প্রিয়জনদের চাহিদাগুলির খোঁজ রাখুন। তাই কাছাকাছি কোনও পার্কে ঘুরে আসা বেশি বাঞ্ছনীয় হবে।

বৃষ: আজ আপনার কাজ ও আলোচনার সময় ঝোঁকের বশে কিছু করে ফেলতে পারেন। চাপ ও ধকলের প্রভাব নিজের চিন্তাভাবনায় পড়তে দেবেন না, বরং হাতে পড়ে থাকা কাজগুলির দিকে নজর দিন। যদি মনে হয় সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, বিশ্রাম নিন, এমন গান শুনুন যা আপনার মনকে শান্তি দেবে।

মিথুন: অন্যদের নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন এবং অনুভূতিপ্রবণ থাকবেন, এবং অনেককেই আশীর্বাদ জানাবেন। তবে, খুব বেশী আবেগপ্রবণ হওয়াও ঠিক নয়। কাজের জায়গায় এই আবেগ আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে।

কর্কট:আজকের দিনটা সামলানো বেশ কঠিন হতে চলেছে। আপনি নতুন নতুন উদ্যোগে ঝাঁপিয়ে পড়তে চাইবেন। তবে এই বিষয়ে খুব বেশী তাড়াহুড়ো বা দুশ্চিন্তা করার দরকার নেই। হাতে পড়ে থাকা কাজ শেষ হবে। ব্যবসায়িক লেনদেন ও চুক্তি সুসম্পন্ন হবে। ব্যবসা বা সাংসারিক কারণে অন্য স্থানে যেতে হতে পারে।

সিংহ: আজ, বৈসাদৃশ্য ও বৈষম্য সহ্য করার এক অভিনব ক্ষমতা আপনি দেখাবেন। যার ফলে দিনের শেষে অসংখ্য অনুগ্রহ ও আশ্চর্যজনক সুবিধা পাবেন। প্রেমের ক্ষেত্রে, আপনি সঙ্গী/সঙ্গিনীর প্রত্যাশা পূরণ করতে পারবেন, তার সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা করবেন।

কন্যা: সমস্যা ক্রমশ ঘনীভূত হচ্ছে আর আপনি বেশ ভালোভাবেই তার আঁচ পেতে শুরু করেছেন। হাতে পড়ে থাকা পাহাড় প্রমাণ কাজ সম্পূর্ণ করার চেষ্টা করে যান। আজ সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে আপনার জীবনের সবথেকে গোপন কথাগুলি ভাগ করে নিতে পারেন।

তুলা: কাজের জায়গায় আগে কখনও দেখতে না পাওয়া আপনার দৃঢ় ব্যক্তিত্ব নিজে থেকে সম্মান আদায় করে নেবে। নতুন ও সফল ব্যবসায়িক কৌশল তৈরি করার মত জেদ আপনার আছে। তবে, আজকের দিনটা শুধুই কাজে কাটবে না, আমোদ-প্রমোদের সুযোগও থাকবে।

বৃশ্চিক: আজ আপনি মস্তিষ্ক থেকে চিন্তা করবেন, হৃদয় থেকে নয়। ফলস্বরূপ, আপনার সিদ্ধান্তগুলি অনেক বেশী বাস্তবসম্মত ও যুক্তিসংগত হবে। উর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকবেন, তারা হয়তো আপনাকে ভুল বুঝতে পারেন।

ধনু: দুজন ভিন্ন ব্যক্তির আলাদা মতামত থাকতেই পারে, কিন্তু তার জন্য বিশ্রী ঝগড়ায় জড়ানোর দরকার পড়ে না। যে কোনওরকম দুর্ঘটনার বিষয়ে সাবধান থাকবেন। সন্ধ্যাটা প্রিয়জনদের নিয়ে কাটাবেন। সেইসঙ্গে সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে এক মনোরম নৈশভোজের প্রত্যাশাও রাখতে পারেন।

মকর: আজকের দিনটা আপনারই! আপনার মনে হবে যা কিছু ঘটছে আপনার ভালোর জন্যই ঘটছে, কোনওরকম পরিশ্রমও করতে হচ্ছে না। অবচেতন মনে আপনি কিন্তু নিজের প্রতিভা ও সাফল্য দেখিয়ে সবাইকে তাক লাগাতে চান। বলাই বাহুল্য, আপনি তাতে সফল হবেন।

কুম্ভ: ক্যালেন্ডারে এই দিনটিকে চিহ্নিত করে রাখুন, কারণ এটা আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। হাতে কিছু টাকা আসবে এবং আপনার শিক্ষা বা ব্যবসার জন্য যথাযথ আর্থিক সুরাহা পাওয়া যাবে।

মীন: আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে দিনটা একা একা না কাটিয়ে বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে কাটাতে। সেটা করলে আপনার দিনটা আনন্দময় ও উত্তেজনায় ভরপুর হতে পারবে। প্রিয়জনদের সঙ্গে মনে রাখার মত সময় উপভোগ করতে পারবেন আর তাদের সঙ্গে ছোটোখাটো একটা পার্টির ব্যবস্থাও করে ফেলতে পারেন।

ABOUT THE AUTHOR

...view details