পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উচ্চমাধ্যমিক ছাত্রীর গলব্লাডারে 4 হাজার স্টোন, সফল অস্ত্রোপচার - 4000 Gallbladder Stones Operation

4 Thousand Gallbladder Stones Removed: সফল অস্ত্রোপচার। উচ্চমাধ্যমিক ছাত্রীর গলব্লাডারে ছিল চার হাজারা স্টোন । অস্ত্রোপচার করতে গিয়ে হতবাক চিকিৎসকরা ।

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 7:44 PM IST

Updated : Mar 8, 2024, 10:14 PM IST

কলকাতা, 8 মার্চ: গলব্লাডার বা পিত্তথলিতে জমা পাথরের অস্ত্রোপচার করতে গিয়ে অবাক চিকিৎসক ৷ বছর আঠারোর এক তরুণীর পিত্তথলি থেকে বেরলো 4 হাজার পাথর ৷ যা দেখে তাজ্জব হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা ৷ এমনকি ইউএসজি রিপোর্টেও নাকি এত পাথরের সন্ধান মেলেনি ৷ সদ্য দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ঘটেছে এমন বিরল ঘটনা ৷

মানিকতলার বাসিন্দা সুস্মিতা পাত্র (নাম পরিবর্তিত)। সম্প্রতি উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তিনি ৷ গত এক-দেড় বছর ধরে মাঝে মধ্যেই পেটে তীব্র যন্ত্রণা হত তাঁর ৷ কলকাতা মেডিক্যাল কলেজে গিয়ে একটি ইনজেকশন নিয়ে ব্যাথা থেকে কিছুটা মুক্ত হয়েছিলেন ৷ তবে, আবার কিছুদিন পর শুরু হয় অসহ্য পেটের যন্ত্রণা ৷ মাঝে মধ্যেই পেটের যন্ত্রণায় ভুগতে হচ্ছিল ৷ তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে ইউএসজি করায় সুস্মিতা ৷ সেখানেই গলব্লাডারে স্টোন ধরা পড়ে তাঁর ৷

তবে, স্টোন ধরা পড়লেও তখন সামনে তাঁর উচচমাধ্যমিক পরীক্ষা ৷ তাই পরীক্ষা তাঁকে দিতেই হবে ৷ সেই পরীক্ষা চলাকালীন ফের শুরু হয় পেটের ব্যাথা ৷ তখন কিছু ওষুধ ও ইনজেকশন নিয়েই কিছুটা ধাতস্থ হয়ে পরীক্ষায় বসে সুস্মিতা ৷ তারপর 29 ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হওয়ার পরের দিনই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয় তাঁকে ৷ স্টোনের পাশাপশি মাত্রারিক্ত ব্লাড সুগার দেখা যায় তাঁর ৷ এন্ডোক্রিনোলজির চিকিৎসক অর্কজিৎ ঘোষের তত্ত্বাবধানে শুরু হয় চিকিৎসা ৷

প্রথমে তাঁর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় ৷ তারপর সিনিয়র ল্যাপারোস্কোপিক সার্জন চিকিৎসক স্বস্তিক নন্দী শুরু করেন তাঁর গলব্লাডার স্টোনের অস্ত্রোপচার ৷ কিন্তু, অস্ত্রোপচারের টেবিলে চোখ কপালে ওঠার জোগাড় হয় চিকিৎসকদের ৷ দেখা যায়, গলব্লাডারে ছোটবড় মিলিয়ে প্রায় 4 হাজার পাথর রয়েছে ৷ চিকিৎসক স্বস্তিক নন্দীর মতে, "সাধারণত এত সংখ্যক স্টোন গলব্লাডারে থাকা দুর্লভ ৷ তাই সার্জারির ক্ষেত্রে একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হয়েছিল আমাদের টিমকে ৷"

সুস্মিতার পুরো অস্ত্রোপচার হয়েছে অত্যাধুনিক পরিকাঠামতে ৷ ফোর-কে ল্যাপারোস্কোপিক সেট ব্যবহার করা হয়েছে তাঁর গলব্লাডারের অস্ত্রোপচরের জন্য ৷ এর বেশ কিছু সুবিধা রয়েছে ৷ চিকিৎসকের কথায়, এতে আরও ছোট ছিদ্র করা যায় ৷ তাতে রক্তপাত ও ব্যথার পরিমাণ অনেক কম ৷ এমনকি পরের দিনই রোগীকে ছুটি দেওয়া হয় ৷ এই ক্ষেত্রেও 6 মার্চ সুস্মিতার অস্ত্রোপচার করার পর 7 তারিখ অর্থাৎ, গতকাল হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ৷ আর অস্ত্রোপচার হওয়া সুস্মিতার জানান, "এখন আমি সম্পূর্ণ সুস্থ ৷ আমার পেটের যন্ত্রণা থেকেও আমি মুক্ত ৷ বেশি তেল, ঝাল, মশলার খাবার খেতে বারণ করেছেন ডাক্তার ৷ এছাড়া আর কোনও বারণ নেই ৷

আরও পড়ুন:

  1. হাসপাতালে ভরতি পণ্ডিত অজয় চক্রবর্তী, হতে পারে অস্ত্রোপচার, উদ্বিগ্ন অনুরাগীরা
  2. দিল্লির হাসপাতালে সফল অস্ত্রোপচার, বৃদ্ধার দু'হাত জুড়ল ব্যক্তির শরীরে
  3. অস্ত্রোপচারের সময় টানা 3 ঘণ্টা খোলা চোখের পাতা, কলকাতায় জটিল অস্ত্রোপচার শিশুর
Last Updated : Mar 8, 2024, 10:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details