কলকাতা, 16 সেপ্টেম্বর: কালীঘাটে ফের বৈঠকে যাওয়ার আগেই এবার জুনিয়র ডাক্তারদের উপল পালটা চাপ বাড়াতে শুরু করল রাজ্যের শাসকদল । জুনিয়র ডাক্তাররা মুখ্যসচিবের বৈঠকের আমন্ত্রণের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতৃত্ব সোশাল মিডিয়ায় সরব হলেন ৷ জুনিয়র ডাক্তারদের জবাব দেওয়া নিয়ে বিলম্বকে তুলে ধরে তাঁরা জট কাটাতে জুনিয়র ডাক্তারদের সদিচ্ছা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন ৷
এক্স হ্যান্ডেলে তাঁদের সবারই পোস্টের প্রায় এক বয়ান ৷ রাজ্য সরকারের তরফ থেকে ইমেল পাঠানো হয়েছিল আজ বেলা 11টা 48-এ । কিন্তু এর জবাব জুনিয়ার ডাক্তারদের তরফ থেকে দেওয়া হল 3:53 তে। রাজ্য সরকারের তরফ থেকে পালটা মেল পাঠানো হয় 4:33-এ । তৃণমূল নেতাদের দাবি, একের পর এক মেল চালাচালি চলছে । কিন্তু মূল লক্ষ্য আলোচনা, তা বাস্তবায়িত হচ্ছে না ।
শাসকদলের তরফ থেকে একাধিক শীর্ষ নেতার প্রশ্ন, জবাব দিতে চার ঘণ্টা সময় লেগে গেল ! আদেও কতটা আলোচনা করতে চাইছেন জুনিয়র ডাক্তাররা । শিক্ষামন্ত্রী তথা দলের শীর্ষ নেতা ব্রাত্য বসু তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রতিবাদী ডাক্তারদের সুযোগ দিচ্ছেন, কিন্তু তাঁদের বিলম্ব কৌশলই তাঁদের আসল উদ্দেশ্য প্রকাশ করেছে । চিঠি পাঠানোর পর 4 ঘণ্টা অতিক্রান্ত এবং এখনও কোনও প্রতিক্রিয়া নেই ৷ যদি তাঁরা সত্যিই অচলাবস্থার সমাধান করতে আগ্রহী হন, তাহলে কেন এই দড়ি টানাটানি ?"