পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আইএমএ বেঙ্গলের বৈঠকে তুলকালাম, বের করে দেওয়া হল তাপস চক্রবর্তী-সহ 3 চিকিৎসককে - IMA West Bengal Meeting - IMA WEST BENGAL MEETING

Chaos in IMA West Bengal Meeting: আইএমএ পশ্চিমবঙ্গ শাখার নির্বাচনী বৈঠক শুরুর আগে তুলকালাম ৷ আরজি কর হাসপাতালের ঘটনার দিন সেমিনার হলে থাকার অভিযোগে, চিকিৎসক তাপস চক্রবর্তীকে এ দিন বৈঠক শুরুর আগেই বের করে দেওয়া হয় ৷ পাশাপাশি, উত্তরবঙ্গ লবির আরও দুই চিকিৎসক জয়া মজুমদার এবং প্রিয়াঙ্কা রানাকেও বের করে দেওয়া হয় ৷

IMA West Bengal Meeting
চিকিৎসক তাপস চক্রবর্তীর সামনে হাতজোড় করে দাঁড়িয়ে শান্তনু সেন ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2024, 4:29 PM IST

Updated : Sep 22, 2024, 5:19 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর: আইএমএ পশ্চিমবঙ্গ শাখার বৈঠকে তুলকালাম ৷ চিকিৎসক তাপস চক্রবর্তী-সহ 3 জনকে বৈঠক থেকে বের করে দেওয়া হল ৷ তাঁর আগে রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেনকে দেখা গেল তাপস চক্রবর্তীকে হাতজোড় করে বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করতে ৷ রবিবার রাজ্য আইএমএ-র নির্বাচনী বৈঠক ছিল ৷ সেই বৈঠক শুরুর আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ উল্লেখ্য, চিকিৎসক তাপস চক্রবর্তীকে আরজি করের ঘটনার দিন সেমিনার হলের ফুটেজে দেখা গিয়েছিল ৷

আইএমএ বেঙ্গলের বৈঠক থেক বের করে দেওয়া হল চিকিৎসক তাপস চক্রবর্তীকে ৷ (ইটিভি ভারত)

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হলে সেদিন তাপস চক্রবর্তী কী করছিলেন ? আজ ফের সেই প্রশ্ন তোলেন বৈঠকে উপস্থিত রাজ্য আইএমএ-র চিকিৎসক সদস্যরা ৷ চিকিৎসক তাপস চক্রবর্তীকে ঘিরে ধরে গো-ব্যাক স্লোগান দিতে শুরু করেন বাকিরা ৷ এমনকি তাঁর বিরুদ্ধে আরজি করের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ তোলা হয় ৷ যে ঘটনাকে কেন্দ্র করে তাপস চক্রবর্তী অন্যান্য চিকিৎসকদের সঙ্গে বচসায় জড়ান ৷

অভিযোগ, এরই মধ্যে চিকিৎসক তাপস চক্রবর্তীর পিএ অন্যান্য ডাক্তারদের সঙ্গে বচসায় জড়ান ৷ উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝেই সেখানে উপস্থিত এক মহিলা চিকিৎসকের গায়ে হাত দেওয়ার অভিযোগ ওঠে তাপস চক্রবর্তীর পিএ-র বিরুদ্ধে ৷ যে ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ তখনই সেখানে উপস্থিত হন তৃণমূল নেতা তথা রাজ্য প্রাক্তন সাংসদ চিকিৎসক শান্তনু সেন ৷ তাঁকে দেখা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৷

শান্তনু সেন হাতজোড় করে তাপস চক্রবর্তীকে বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করেন ৷ তাঁকে বলতে শোনা যায়, "আপনাকে আমি হাতজোড় করে অনুরোধ করছি, আপনি চলে যান ৷ সবাই এখানে কোনও কারণে আপনার উপর ক্ষুব্ধ ৷ বৈঠকে যদি আপনাকে গো-ব্যাক স্লোগান দেওয়া হয়, তাহলে আমার কিছু করার থাকবে না ৷" শান্তনু সেনের অনুরোধের পর চিকিৎসক তাপস চক্রবর্তী বৈঠক থেকে বেরিয়ে যান ৷ অন্যদিকে, আরও দুই চিকিৎসক জয়া মজুমদার এবং প্রিয়াঙ্কা রানাকেও বৈঠক থেকে বের করে দেওয়া হয় ৷

উল্লেখ্য, এই জয়া মজুমদার এবং প্রিয়াঙ্কা রানা, সাসপেন্ড হওয়া চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বন্ধু ৷ এমনকি চিকিৎসক সুশান্ত রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ৷ তাপস রায়, জয়া মজুমদার এবং প্রিয়াঙ্কা রানা উত্তরবঙ্গ লবির সদস্য বলে পরিচিত ৷ আজকের ঘটনা নিয়ে চিকিৎসক তাপস রায় অভিযোগ করেছেন, তাঁর গায়ে হাত তোলা হয়েছে ৷ তিনি বলেন, "9 অগস্ট আমি আরজি করে গিয়েছিলাম ৷ কেন গিয়েছিলাম সেটা সবাই জানে ৷ কিন্তু, আজ আমার সঙ্গে অদ্ভুত ব্যবহার করা হল ৷ আমায় ধাক্কা দেয় ৷ কেন এমন করছে জানি না ! আমার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই থানায় ৷"

অন্যদিকে প্রিয়াঙ্কা রানা বলেন, "ওইদিন আমি আরজি করের সেমিনার রুমে ছিলাম না ৷ আমি কাউকে চিনিও না ৷ আমার কাজ আছে বলে বেরিয়ে যাচ্ছি ৷" পরবর্তীতে এদের ছাড়াই আইএমএ-র বৈঠক শুরু হয় ৷ উল্লেখ্য, আইএমএ পশ্চিমবঙ্গ শাখার নির্বাচন নিয়ে এই বৈঠক ডাকা হয়েছিল ৷ এই বৈঠকে নির্বাচন নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে ৷

Last Updated : Sep 22, 2024, 5:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details