পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হরিদেবপুরের ছাত্রাবাসে 2 নাবালিকাকে যৌন নির্যাতন ! গ্রেফতার শিক্ষক-সহ 3 - Sexual Abuse in Girls Hostel - SEXUAL ABUSE IN GIRLS HOSTEL

Sexual Abuse in Haridevpur Girls Hostel: হরিদেবপুরে এক মিশনারি ছাত্রাবাসে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ উঠল ৷ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ ৷ রবিবার রাতে ছাত্রাবাসের বাইরে বিক্ষোভ দেখান অভিভাবকরা ৷

Sexual Abuse in Haridevpur
প্রতীকী ছবি ৷ (ইটিভি ভারত গ্রাফিক্স)

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2024, 1:11 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর: হরিদেবপুরে এক মিশনারি স্কুলের মেয়েদের ছাত্রাবাসে দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ৷ যার প্রতিবাদে রবিবার রাতে ছাত্রাবাসের বাইরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা ৷ অভিযোগ, ওয়ার্ডেনের স্বামী এবং এক শিক্ষক এই ঘটনায় জড়িত ৷ পুলিশ ওয়ার্ডেন, তাঁর স্বামী এবং শিক্ষককে গ্রেফতার করেছে ৷

হরিদেবপুরের ওই ছাত্রাবাসে ওয়ার্ডেন-সহ সমস্ত কর্মী মহিলা ৷ অভিভাবকদের অভিযোগ, সেখানে কোনও পুরুষের থাকার নিয়ম নেই ৷ তবে, এক শিক্ষক সেখানে থাকতেন বলে অভিযোগ ৷ সম্প্রতি ছাত্রাবাসের ওয়ার্ডেন বিয়ে করেছেন ৷ কিন্তু, কর্তৃপক্ষকে না-জানিয়ে ওয়ার্ডেনের স্বামীও ছাত্রাবাসে কাজে যোগ দেন বলে অভিযোগ ৷ অভিযোগ, এর কয়েকদিন পরেই এক ছাত্রীকে যৌন নিগ্রহ করেন ওই ব্যক্তি ৷ সম্প্রতি আরেক ছাত্রীকেও যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে ৷ বিষয়টি ওয়ার্ডেনকে জানালেও, তিনি তা পুরোপুরি চেপে যান বলে অভিযোগ ৷ উলটে ছাত্রীদের ধমক দেন ৷

প্রতি রবিবার অভিভাবকরা ছাত্রীদের সঙ্গে ছাত্রাবাসে দেখা করতে আসেন ৷ তখনই ওই দুই ছাত্রী তাদের অভিভাবকদের বিষয়টি জানায় ৷ ধীরে ধীরে বিষয়টি বাকি অভিভাবকরাও জানতে পারেন ৷ এরপরেই তাঁরা ছাত্রাবাসে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ এমনকি তাঁদের মেয়েদের ছাত্রাবাস থেকে নিয়ে যাওয়ার কথাও জানান অনেকে ৷ এরপর হরিদেবপুর থানায় গিয়ে ওয়ার্ডেন, তাঁর স্বামী এবং ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন দুই ছাত্রীর অভিভাবক ৷ অভিযোগ, ওই শিক্ষকের বিরুদ্ধেও ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে ৷

পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী দুই ছাত্রীর পাশাপাশি, আরও কয়েকজন ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ মূলত, অভিযুক্ত ওয়ার্ডেন, তাঁর স্বামী এবং ওই শিক্ষক সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা ৷ ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details