মেষ: আপনার আচার ব্যবহারে প্রিয়তম সন্তুষ্ট হবেন ৷ আজ আপনার মেজাজ ফুরফুরে থাকবে ৷ আর্থিক ক্ষেত্রে দিনটি শুভ ৷ আপনি কিছু প্রকল্প পরিকল্পনা করে রেখেছেন অথচ তা আর্থিক বিনিয়োগ ছাড়া এগোতে পারছেন না ৷ বিনিয়োগকারীকে আপনি খুঁজছেন ৷ আজ আপনি সঠিক বিনিয়োগকারীকে খুঁজে পাবেন ৷ আজকের দিনটিতে সবদিক থেকে এই জাতকদের ভালোই কাটবে ৷
বৃষ: আপনার প্রেমের সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে আপনাকে কৌশল অবলম্বন করতে হতে পারে ৷ সঙ্গীর মনোযোগ আকর্ষণ করে এমন কিছু পরিকল্পনা গ্রহণ করার পরামর্শ দেওয়া হচ্ছে ৷ আর্থিক দিকে নজর রাখুন ৷ আজ কিছু লোক আপনার আর্থিক পরিকল্পনা বানচাল করার চেষ্টা করতে পারে ৷ কিন্তু আপনি অন্যদের কথা না শুনে নিজের মর্জিমতো চলুন ৷
মিথুন: ব্যক্তিগত ক্ষেত্রে আনুগত্য সংক্রান্ত বিষয়গুলি হয়তো আপনাকে খুব সাবধানে সামলাতে হবে । সম্পর্ক যাতে দীর্ঘস্থায়ী হয় তা নিশ্চিত করাকে প্রাধান্য দিতে হবে । আপনার সঙ্গীকে বিশ্বাস করে স্বাধীনতা দেন তাতে সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়তে পারে ৷ আজকে হয়ত আপনি আপনার আর্থিক শৌর্য দেখাতে চাইবেন ও সেই কারণে নিজের ভাবমূর্তির পরিবর্তন করবেন । জলের মতো টাকা খরচ করে আপনি অন্যদের মুগ্ধ করতে চাইবেন । তাই আপনাকে আয় বুঝে ব্যয়ের পরামর্শ দেওয়া হচ্ছে ৷
কর্কট: ব্যক্তিগত জীবনের ব্যাপারে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে । আপনি শুধু ভালো সময় আসার জন্য অপেক্ষা করতে পারেন । স্পর্শকাতর বিষয় সামলানোর সময় ধৈর্যশীল থাকুন । আজ আপনি সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্কের ওপরে মনোযোগ দেবেন, তারা আপনাকে উপার্জনের রাস্তা বাতলাতে পারবেন । আপনার যদি আজ টাকার প্রয়োজন হয়, তাহলে ঋণের আবেদন করলে তা মঞ্জুর হবে ।
সিংহ: আজ প্রিয়তমের প্রতি আপনি খুবই আকৃষ্ট হবেন । আপনি কর্তৃত্ব ফলাবেন না, কিন্তু আপনি সম্ভবত আপনার ভালোবাসার মানুষটির যত্ন করবেন ৷ অভিনব উপায়ে আপনার প্রেমের কথা প্রকাশ করবেন ৷ তার ফল খুবই উৎসাহব্যঞ্জক হবে । আর্থিক দিক থেকে আজ আপনার জন্য শুভ দিন । আপনার পরিশ্রমের ফলে বাড়তি অর্থ উপার্জন করবেন ৷ বন্ধুরা আপনাকে কোনও লাভজনক প্রকল্পের সন্ধান দিতে পারে । আপনার উদ্যমই আজ আপনাকে শক্তি জোগাবে ।
কন্যা: আজকে নিজের অন্তরাত্মাকে তন্ন তন্ন করে খুঁটিয়ে দেখবেন। ভালোবাসার মানুষদের পিছনে খরচ করার জন্য, আপনি অনেক অর্থ উপার্জন করবেন। শারীরিক আনন্দের মাধ্যমে, কাজের চাপ থেকে মুক্তি পান। মনের কথা জোরে জোরে ভাবার জন্য, আপনি হয়তো বিশেষ কারোর সান্নিধ্য চাইবেন। ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য আনার জন্য, আপনাকে নির্দিষ্ট সময় সূচি মেনে চলতে হবে সবকিছুতে প্রচন্ড বেশি যুক্তি প্রয়োগ করবেন না।