কলকাতা, 28 ফেব্রুয়ারি: লোকসভা ভোটে রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্লু-প্রিন্ট প্রকাশ করল নির্বাচন কমিশন ৷ কমিশনের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে উত্তর 24 পরগনা জেলায় ৷ এরপরই কলকাতায় 10 কোম্পানি এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ কমিশন সূত্রে খবর, পুলিশ জেলা ভিত্তিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷
কমিশন সূত্রে খবর, লোকসভা ভোটের জন্য প্রথম দফায় রাজ্যে আসছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ আর সেই মতো বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে চূড়ান্ত হয়ে গেল সেই বাহিনী মোতায়নের নীল নকশা। আগামী 7 মার্চের মধ্যেই রাজ্যে আসছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর এই বাহিনীকে রাজ্যের কোন কোন এলাকায় মোতায়ন করা হবে তা নিয়েই এদিন বৈঠকে বসেছিল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিফ আফতাব। সেই মতো কোথায় কত কোম্পানি মোতায়েন করা হবে তার তালিকাও সম্পূর্ণ হয়ে গিয়েছে। সবথেকে বেশি কোম্পানি মোতায়েন করা হচ্ছে উত্তর 24 পরগনাতে ৷ এছাড়াও 35টি পুলিশ জেলার বিভিন্ন জায়গায় মোতায়েন করা হচ্ছে এই 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
কমিশনের তরফে জানানো হয়েছে, উত্তর 24 পরগনায় মোট 21 কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে ৷ এর মধ্যে বারাসতে তিন কোম্পানি, বনগাঁয় তিন, ব্যারাকপুরে ছয় কোম্পানি, বসিরহাটে পাঁচ কোম্পানি, বিধাননগরে চার কোম্পানি কোন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে ৷ এছাড়াও দক্ষিণ 24 পরগনায় নয় কোম্পানি বাহিনী মোতায়েন করছে কমিশন ৷ এর মধ্যে বারুইপুর পুলিশ জেলায় তিন কোম্পানি, ডায়মন্ডহারবারে তিন কোম্পানি এবং বারুইপুরে তিন কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে ৷
লোকসবা ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি ৷ তার আগেই চলে আসছে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাহিনী আসছে দুই দফায়। প্রথম 100 কোম্পানি রাজ্যে প্রবেশ করা শুরু করবে 1 মার্চ থেকে এবং পরের ধাপে 7 মার্চ থেকে আরও 50 কোম্পানি আসা শুরু হয়ে যাবে। এই পর্বে সর্বাধিক বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর 24 পরগনায়। বারাসত, বনগাঁ, বসিরহাট, ব্যারাকপুর ও বিধাননগর পুলিশ কমিশনারেট মিলিয়ে ওই জেলায় মোট 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।