রায়গঞ্জ, 28 ডিসেম্বর: দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল দু'জনের ৷ ঘটনায় আহত আরও আটজন। ঘটনাটি ঘটেছে ইসলামপুর বাসস্ট্যান্ডের সামনেই। আহতদের ইসলামপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস দু'টি আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর বাসস্ট্যান্ড থেকে দু'টি বাস বের হওয়ার সময় রেষারেষি করে ৷ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটোকে ধাক্কা মেরে যাত্রী প্রতীক্ষালয়ে ঢুকে পড়ে ৷ বাসের ধাক্কায় টোটোটি দুমড়ে-মুচড়ে যায় ৷ ঘটনাস্তালেই মৃত্যু হয় দু'জনে। আহত হয়েছেন আরও আট জন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা নেতৃত্বে পুলিশ বাহিনী ৷ আহতদের উদ্ধার করে ইসলামপুর মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷
বাসের রেষারেষিতে প্রাণ গেল 2 জনের (ইটিভি ভারত) ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা জানান, দু'টি বাসের রেষারেষিতেই এই পথ দুর্ঘটনায় দু'জনের প্রাণ গিয়েছে ৷ সঙ্গে বেশ কয়েকজন আহত হয়েছেন। রেষারেষি ঠেকাতে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানিয়েছেন তিনি।
দু'টি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহাকুমা হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়। খবর শোনা মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইলাল আগারওয়াল। প্রত্যক্ষদর্শী মলয়লাল ঠাকুর নামে এক স্থানীয় দোকানদার বলেন, "বাসটি রায়গঞ্জের দিকে যাওয়ার সময় একটি টোটোকে মেরে সোজা প্রতীক্ষালয় ঢুকে পড়ে। টোটোতে প্রায় চার-পাঁচ জন যাত্রী ছিল ৷ আর প্রতিক্ষালয়েও বেশ কয়েকজন তখন দাঁড়িয়ে ছিলেন।"
অন্যদিকে, ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, দু'টি বাসের রেষারেষির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় প্রতীক্ষালয়ে দাঁড়িয়ে থাকা দু'জনের প্রাণ গিয়েছে।