পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালুরঘাট পুরসভার অ্যাকাউন্ট থেকে উধাও 14 লক্ষ টাকা ! - DISAPPEARANCE MONEY

বালুরঘাট পুরসভার অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা উধাও। টাকা কোথায় গেল তা জানতে থানায় অভিযোগ দায়ের করেছে বালুরঘাট পুরসভা।

DISAPPEARANCE MONEY
উধাও 14 লক্ষ টাকা ! (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2024, 8:48 PM IST

বালুরঘাট, 14 নভেম্বর: বালুরঘাট পুরসভার ব্যাঙ্ক অ্য়াকাউন্ট থেকে উধাও হল কয়েক লক্ষ টাকা। অ্য়াকাউন্ট থেকে কীভাবে টাকা উধাও হল তা নিয়ে উঠছে নানা প্রশ্ন ৷ বালুরঘাট পুরসভার ব্যাঙ্ক অ্য়াকাউন্ট থেকে উধাও অর্থের পরিমাণ 14 লক্ষ 40 হাজার 68 টাকা। বিষয়টি নজরে আসা মাত্রই বালুরঘাট থানায় লিখিত অভিযোগও জানানো হয়েছে পুরসভার তরফে। ভারতীয় ন্যায় সংহিতার প্রতারণা ও বিশ্বাসভঙ্গ-সহ কয়েকটি ধারায় এফআইআর করে পুলিশ তদন্তও শুরু করেছে।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বালুরঘাট শাখায় পুরসভার নামে তিনটি চেকে প্রায় 14 লক্ষ 40 হাজার টাকা তোলা হয়েছে। যদিও ওই তিনটি চেক বালুরঘাট পুরসভার হাতেই রয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বালুরঘাট শাখায় পুরসভার যে অ্য়াকাউন্ট রয়েছে সেখান থেকে 12 ও 13 নভেম্বর দু'দিনে মোট তিনটি আলাদা আলাদা চেকে 14 লক্ষ 40 হাজার 68 টাকা তোলা হয়েছে।

উধাও 14 লক্ষ টাকা ! (ইটিভি ভারত)

অ্য়াকাউন্ট থেকে লক্ষাধিক টাকা গায়েব হয়ে গিয়েছে বলে জানান খোদ বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। বৃহস্পতিবার তিনি তিনটি চেক দেখিয়ে দাবি করেন, তাঁদের কাছেই এই তিনটি চেক আছে। সেগুলি এখনও ব্যাঙ্কে জমা পড়েনি। অথচ এই চেক থেকেই 14 লক্ষ 40 হাজারেরও কিছু বেশি টাকা কোনও একটি অ্য়াকাউন্ট বুধবার রাতে ক্রেডিট হয়েছে।

কীভাবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ এই টাকা ওই অ্যাকাউন্টে পাঠিয়ে দিল? তা নিয়েও প্রশ্ন তুলেছেন পুরসভার চেয়ারম্যান। তিনি বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি, জেলা শাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপারকেও ঘটনাটি সবিস্তারে জানিয়েছেন। এদিকে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বালুরঘাট শাখার ম্যানেজার বিক্রান্ত কুমার জানান, কীভাবে কী হয়েছে তা তাঁর জানা নেই ৷ পুরসভার তরফ থেকে বিষয়টি জানানো হয়। বালুরঘাট পুরসভা থেকে অভিযোগ পেয়ে বিষয়টির তদন্তের জন্য ঊর্ধ্বতন কতৃপক্ষের কাছে পাঠানো হয়েছে ।

ট্যাব দুর্নীতিতে প্রায় 200টি অ্যাকাউন্ট ফ্রিজ, তদন্তে মালদা পুলিশ

ABOUT THE AUTHOR

...view details