পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একদিনে দশটি অস্ত্রোপচার ! নিজের রেকর্ড নিজেই ভাঙল এসএসকেএম - SSKM HOSPITAL

কলকাতার এসএসকেএম হাসপাতালের অর্থোপেডিক বিভাগে একদিনে দশটি অস্ত্রোপচার হয়েছে ৷ এর আগে এই হাসপাতালেই একদিনে 8টি অস্ত্রোপচার হয়েছিল ৷

Kolkata SSKM Hospital
কলকাতার এসএসকেএম হাসপাতাল (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2024, 6:51 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর: বছরের শেষে ফের রেকর্ড গড়ল এসএসকেএম হাসপাতাল ৷ একদিনে দশটি অস্ত্রোপচার হল কলকাতার এই সরকারি হাসপাতালের অর্থোপেডিক বিভাগে । এই তালিকায় রয়েছে প্রতিস্থাপনের মতো জটিল অস্ত্রোপচারও ৷ রাজ্যে কোনও সরকারি হাসপাতালে এই প্রথম একদিনে এতগুলি অস্ত্রোপচার হল ৷

এর আগে এসএসকেএম হাসপাতালে হয়েছিল 8টি অস্ত্রোপচার ৷ তাই হাসপাতালের অর্থোপেডিক বিভাগ নিজেই নিজের রেকর্ড ভেঙেছে ৷ অত্যাধুনিক উন্নতমানের যন্ত্র দিয়ে করা হয়েছে এই অস্ত্রোপচার ৷ এসএসকেএম হাসপাতালে রয়েছে 4 টি অস্ত্রোপচারের ঘর (ওটি)৷

মঙ্গলবার সকাল 9টা 30 মিনিট থেকে প্রতিটা ঘরেই শুরু হয় অস্ত্রোপচার ৷ শেষ হয়েছে বেলা 3টে নাগাদ ৷ তিনটি 'নি রিপ্লেসমেন্ট' বা হাঁটু প্রতিস্থাপন, দু'টি 'টোটাল হিপ রিপ্লেসমেন্ট' বা সম্পূর্ণ ঊরুসন্ধি প্রতিস্থাপন এবং পাঁচটি 'বায়োপোলার সেমি হিপ রিপ্লেসমেন্ট' বা অর্ধ ঊরুসন্ধি প্রতিস্থাপনের অস্ত্রোপচার করেন অর্থোপেডিক বিভাগের চিকিৎসকরা ৷ অস্ত্রোপচার করা রোগীদের বয়স 51 থেকে 75 বছরের মধ্যে ৷ বর্তমানে সবার শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ শনিবার, অর্থাৎ আজ দশ জনের মধ্যে ন'জনের ছুটি হওয়ার কথা ৷

এই অস্ত্রোরপচারকারী দলে ছিলেন অস্থিশল্য চিকিৎসক অধ্যাপক অলোকশোভন দত্ত, অ্যাসোসিয়েট প্রফেসার ডাঃ অর্ণব কর্মকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ডাঃ অভিজিৎ বসাক, আরএমও ডাঃ অরিজিৎ দাস ৷ অন্যদিকে অ্যানাস্থেশিয়া দলে ছিলেন ডাঃ ধ্রুব ভৌমিক, ডাঃ দেবাশিস মল্লিক এবং তাঁর দল ৷ তাঁদের সঙ্গে জুনিয়র চিকিৎসকরাও ৷

একদিনে কেন এত সংখ্যক অস্ত্রোপচার ? এই প্রসঙ্গে চিকিৎসক অর্ণব কর্মকার বলেন, "এতদিন বেসরকারি হাসপাতালে প্রতিস্থাপনের মতো অস্ত্রোপচার হতো ৷ কিন্তু, সেটা স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় করা হতো ৷ কারণ, প্রতিস্থাপন করার জন্য কমপক্ষে 2-3 লক্ষ টাকা খরচ হয় ৷ এখন বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের সাহায্যে এই ধরনের অস্ত্রোপচার বন্ধ হয়ে গিয়েছে ৷ ফলে চাপ বাড়ছে সরকারি হাসপাতালে ৷" এদিকে সাধারণ মানুষের অনেকেই বাতের সমস্যায় ভুগছেন ৷ তাই চিকিৎসকের আশঙ্কা, দিনে পনেরোটি অস্ত্রোপচার করলেও আগামী দিনে বহু রোগী সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের জন্য অপেক্ষায় থাকবেন ৷

পাশাপশি এসএসকেএম হাসপাতাল নিয়ে আরও একটি স্বপ্ন বুনছেন চিকিৎসক অর্ণব কর্মকার ৷ তিনি বলেন, "আমাদের ইচ্ছা আছে, আমরা এটাকে একটা রেফারেল সেন্টার বা অর্থোপ্লাস্টি হাব বা জয়েন্ট রিপ্লেসমেন্ট-এর জন্য পূর্ব ভারতের সব থেকে ভালো পরিষেবার জায়গা করে তুলতে চাই ৷ তাতে দুটো লাভ, রোগীরা ভালো পরিষেবা পাবেন ৷ দ্বিতীয়ত, যাঁরা এখানে ডাক্তারি পড়ছেন, তাঁরা ভবিষ্যতে এই ধরনের সার্জারি করার একটা ভালো ট্রেনিং পাবেন ৷ অস্ত্রোপচারের সংখ্যাটা 15 করতে পারলে, আমরা আশা করি মানুষের ধারণাটা বদলাতে পারব ৷"

ABOUT THE AUTHOR

...view details