হায়দরাবাদ, 4 জানুয়ারি: সাম্প্রতিক অতীতে হার্দিক পান্ডিয়ার বিবাহবিচ্ছেদ দেখেছেন ভারতীয় ক্রিকেট অনুরাগীরা ৷ সার্বিয়ান অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে গতবছর বিচ্ছেদ ঘোষণা করেছিলেন বরোদা অলরাউন্ডার ৷ ফের আরও এক ভারতীয় ক্রিকেটারের বিচ্ছেদ নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ যদিও তার পিছনে যথেষ্ট কারণও রয়েছে ৷ সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে সম্প্রতি একে অপরকে আনফলো করেছেন জাতীয় দলের লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল ও তাঁর স্ত্রী ধনশ্রী বর্মা ৷ তারপরেই অনুরাগীমহলে শুরু হয়েছে জল্পনা ৷ তাহলে কি সম্পর্ক ভাঙছে দু'জনের ?
কেবল আনফলো করাই নয় ৷ ইনস্টায় ধনশ্রীর সঙ্গে পোস্ট করা সমস্ত ছবি ডিলিটও করে দিয়েছেন সংক্ষিপ্ত ফর্ম্যাটে ভারতের এই গুরুত্বপূর্ণ স্পিনার ৷ পক্ষান্তরে ধনশ্রী অবশ্য চাহালের সঙ্গে পোস্ট করা কোনও ছবি সোশাল মিডিয়া থেকে সরিয়ে নেননি ৷ তাতে অবশ্য বিচ্ছেদ গুঞ্জন ফিকে হচ্ছে না ৷ তবে কী কারণে ক্রিকেটার ও ইউটিউবার স্ত্রী'র সম্পর্কে ফাটল? তা অবশ্য জানা যায়নি ৷