পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সোশালে একে-অপরকে আনফলো, বিচ্ছেদের পথে চাহাল-ধনশ্রী? - YUZVENDRA CHAHAL

হার্দিক পান্ডিয়ার পর কি বিয়ে ভাঙছে আরও এক ভারতীয় ক্রিকেটারের ? সোশাল মিডিয়ায় গুঞ্জন ৷

YUZVENDRA CHAHAL DIVORCE
চাহাল ধনশ্রীর বিচ্ছেদ গুঞ্জন (IANS)

By ETV Bharat Sports Team

Published : Jan 4, 2025, 3:46 PM IST

Updated : Jan 4, 2025, 3:52 PM IST

হায়দরাবাদ, 4 জানুয়ারি: সাম্প্রতিক অতীতে হার্দিক পান্ডিয়ার বিবাহবিচ্ছেদ দেখেছেন ভারতীয় ক্রিকেট অনুরাগীরা ৷ সার্বিয়ান অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে গতবছর বিচ্ছেদ ঘোষণা করেছিলেন বরোদা অলরাউন্ডার ৷ ফের আরও এক ভারতীয় ক্রিকেটারের বিচ্ছেদ নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ যদিও তার পিছনে যথেষ্ট কারণও রয়েছে ৷ সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে সম্প্রতি একে অপরকে আনফলো করেছেন জাতীয় দলের লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল ও তাঁর স্ত্রী ধনশ্রী বর্মা ৷ তারপরেই অনুরাগীমহলে শুরু হয়েছে জল্পনা ৷ তাহলে কি সম্পর্ক ভাঙছে দু'জনের ?

কেবল আনফলো করাই নয় ৷ ইনস্টায় ধনশ্রীর সঙ্গে পোস্ট করা সমস্ত ছবি ডিলিটও করে দিয়েছেন সংক্ষিপ্ত ফর্ম্যাটে ভারতের এই গুরুত্বপূর্ণ স্পিনার ৷ পক্ষান্তরে ধনশ্রী অবশ্য চাহালের সঙ্গে পোস্ট করা কোনও ছবি সোশাল মিডিয়া থেকে সরিয়ে নেননি ৷ তাতে অবশ্য বিচ্ছেদ গুঞ্জন ফিকে হচ্ছে না ৷ তবে কী কারণে ক্রিকেটার ও ইউটিউবার স্ত্রী'র সম্পর্কে ফাটল? তা অবশ্য জানা যায়নি ৷

শুধু ইউটিউবার নয়, ধনশ্রী একজন ডান্স কোরিয়োগ্রাফারও বটে ৷ চাহাল এবং ধনশ্রীর এক ঘনিষ্ঠ সূত্রের তরফেও বিচ্ছেদের বিষয়টি অস্বীকার করা হয়নি ৷ সিলমোহর না-দিলেও টাইমস অফ ইন্ডিয়াকে সংশ্লিষ্ট সূত্র বলেছে, "যা পরিস্থিতি তাতে বিচ্ছেদ অনিবার্য ৷ দু'জনের তরফে ঘোষণা আসা স্রেফ সময়ের অপেক্ষা ৷ দু'জনের বিচ্ছেদের কারণ স্পষ্ট না-হলেও চাহাল এবং ধনশ্রী আলাদা আলাদা পথ চলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ৷"

যদিও বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়েছিল 2023 সালে ৷ যখন ধনশ্রী বর্মা ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে 'চাহাল' পদবি মুছে ফেলেছিলেন ৷ সেই সময় চাহালেরও বেশ কিছু ইঙ্গিতপূর্ণ সোশাল মিডিয়া পোস্ট বিচ্ছেদের গুঞ্জন তৈরি করেছিল ৷ 2020 সালের 11 ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতীয় ক্রিকেটার ও ডান্স কোরিয়োগ্রাফার ধনশ্রী বর্মা ৷ এরপর সোশাল মিডিয়ায় দু'জনের কাপল গোল একসময় চর্চার বিষয় ছিল ৷ সেই জুটিকে নিয়ে বিচ্ছেদের গুঞ্জন মেনে নিতে পারছেন না অধিকাংশ অনুরাগী ৷

আরও পড়ুন:

Last Updated : Jan 4, 2025, 3:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details