হায়দরাবাদ, 1 সেপ্টেম্বর: মহেন্দ্র সিং ধোনির জন্য নাকি অন্তত চার বছর খেলা নষ্ট হয়েছে যুবরাজ সিং'য়ের ৷ এমনই মন্তব্য করে ফের জোড়া বিশ্বজয়ী অধিনায়কের প্রতি একরাশ ক্ষোভ ছুড়ে দিলেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং ৷ শুধু তাই নয় ৷ মারণ ক্য়ান্সারের বিরুদ্ধে লড়াই করে যেভাবে যুবরাজ ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছিল, তার পুরস্কার স্বরূপ প্রাক্তন অলরাউন্ডারকে 'ভারতরত্ন' দেওয়ারও দাবি তুলেছেন যোগরাজ সিং ৷
সম্প্রতি একটি জনপ্রিয় ইউটিউব চ্য়ানেলের পডকাস্টে অতিথি হিসেব গিয়েছিলেন বর্ষীয়ান ক্রিকেট কোচ ৷ সেখানে ধোনিকে বিষোদগার করে যোগরাজ বলেন, "আমি কখনও ধোনিকে ক্ষমা করতে পারব না ৷ আয়নায় ওর (ধোনি) নিজের মুখ দেখা উচিৎ ৷ ক্রিকেটার হিসেবে ও দুর্দান্ত, আমি তাঁকে সম্মান করি ৷ কিন্তু আমার ছেলের সঙ্গে ও যা করেছে তা ক্ষমারও অযোগ্য ৷ এখন সব দিনের আলোর মত স্পষ্ট হচ্ছে ৷ যা ক্ষমা করা যায় না ৷"
একইসঙ্গে যোগরাজ বলেন, "ও (যুবরাজ) আরও চার-পাঁচ বছর আরামে খেলতে পারত ৷ আমি চ্য়ালেঞ্জ করে বলতে পারি যুবরাজের মত আরেকটা সন্তান খুঁজে পাওয়া দুষ্কর ৷ বীরেন্দ্র সেহওয়াগ, গৌতম গম্ভীররাও স্বীকার করেছে যে, ভারতীয় ক্রিকেট দ্বিতীয় যুবরাজ সিং পাবে না ৷" এখানেই না-থেমে এরপর সন্তানকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদানেরও দাবি তুলেছেন যোগরাজ ৷
যোগরাজের কথায়, "যেভাবে ও ক্য়ানসার নিয়েও ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছে, তাতে দেশের উচিৎ ওকে ভারতরত্ন সম্মান দেওয়া ৷" 2011 বিশ্বকাপের 'ম্যান অফ দ্য টুর্নামেন্ট' যুবরাজ সিং ঈর্ষনীয় কেরিয়ারে ভারতের হয়ে খেলেছেন 304টি ওয়ান-ডে এবং 40টি টেস্ট ম্য়াচ ৷ ক্যানসার নিয়েই 2011 বিশ্বকাপে বাইশ গজে নিজেকে উজাড় করে দিয়েছিলেন বাঁ-হাতি তারকা ৷ ক্যানসার সারিয়ে পরবর্তীতে ফিরেছিলেন বাইশ গজে ৷ কিন্তু দ্বিতীয় ইনিংস লম্বা হয়নি যুবির ৷ 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের পর আর ভারতের জার্সিতে দেখা যায়নি তাঁকে ৷ 2019 সালে বাইশ গজকে বিদায় জানান যুবরাজ ৷