মুম্বই, 12 মার্চ: যশস্বী ভূপেন্দ্র কুমার জয়সওয়াল ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ছন্দে ছিলেন ভারতীয় ক্রিকেটের নতুন তারা ৷ নিজের নামের পাশে জোড়া রেকর্ড জুড়ে ফেলেছেন যশস্বী ৷ এবার জয়সওয়ালের টুপিতে ফের নয়া পালক ৷ ফেব্রুয়ারিতে যশস্বীকে ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ হিসেবে বেছে নিল আইসিসি ৷ ফেব্রুয়ারিতে তিনটি টেস্টে খেলেছেন যশস্বী ৷ ভারতীয় দলের ওপেনারের তিন টেস্টে 112 গড়ে সংগ্রহ 560 রান । মেরেছেন 20টি ছয় ৷
দেশের জার্সিতে খেলতে নেমে ইতিমধ্যেই একাধিক রেকর্ডের মালিক হয়েছেন জয়সওয়াল ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে 712 রান করেছেন যশস্বী ৷ মাত্র 9টি টেস্ট খেলে ব্যক্তিগত 1000 রানের গণ্ডি পেরিয়েছেন মুম্বইকর ৷ দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে এই রেকর্ড ছোঁয়ার পথে টপকেছেন ক্রিকেটের কুলীন ফর্ম্যাটের দুই কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকর ও চেতেশ্বর পূজারাকে ৷ দুই ব্যাটারই 1000 রানের গণ্ডি পেরিয়েছিলেন 11তম টেস্টে ৷
শুধু তাই নয়, ভারতীয় ব্যাটারদের মধ্যে একটি ইনিংসে সর্বাধিক ছয় ও একটি সিরিজে সর্বাধিক ছয়, দু’টি রেকর্ডের মালিকই এখন যশস্বী ৷ 22 বছর এবং 49 দিন বয়সে পরপর দু’টি ডবল সেঞ্চুরি করেছেন যশস্বী ৷ স্যর ডোনাল্ড ব্র্যাডম্যান এবং বিনোদ কাম্বলির পর বিশ্বের তৃতীয় কনিষ্ঠ ব্যাটার হিসেবে এই রেকর্ড গড়েছেন তিনি ।