পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফের ‘যশ’ বাড়ল যশস্বীর, আইসিসি’র ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ জয়সওয়াল

ICC Player of Month Award: ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ছন্দে ছিলেন যশস্বী জয়সওয়াল ৷ তারই পুরস্কার পেলেন ভারতীয় দলের ওপেনার ৷ আইসিসি’র ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ (ফেব্রুয়ারি) হলেন যশস্বী ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 10:58 PM IST

মুম্বই, 12 মার্চ: যশস্বী ভূপেন্দ্র কুমার জয়সওয়াল ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ছন্দে ছিলেন ভারতীয় ক্রিকেটের নতুন তারা ৷ নিজের নামের পাশে জোড়া রেকর্ড জুড়ে ফেলেছেন যশস্বী ৷ এবার জয়সওয়ালের টুপিতে ফের নয়া পালক ৷ ফেব্রুয়ারিতে যশস্বীকে ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ হিসেবে বেছে নিল আইসিসি ৷ ফেব্রুয়ারিতে তিনটি টেস্টে খেলেছেন যশস্বী ৷ ভারতীয় দলের ওপেনারের তিন টেস্টে 112 গড়ে সংগ্রহ 560 রান । মেরেছেন 20টি ছয় ৷

দেশের জার্সিতে খেলতে নেমে ইতিমধ্যেই একাধিক রেকর্ডের মালিক হয়েছেন জয়সওয়াল ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে 712 রান করেছেন যশস্বী ৷ মাত্র 9টি টেস্ট খেলে ব্যক্তিগত 1000 রানের গণ্ডি পেরিয়েছেন মুম্বইকর ৷ দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে এই রেকর্ড ছোঁয়ার পথে টপকেছেন ক্রিকেটের কুলীন ফর্ম্যাটের দুই কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকর ও চেতেশ্বর পূজারাকে ৷ দুই ব্যাটারই 1000 রানের গণ্ডি পেরিয়েছিলেন 11তম টেস্টে ৷

শুধু তাই নয়, ভারতীয় ব্যাটারদের মধ্যে একটি ইনিংসে সর্বাধিক ছয় ও একটি সিরিজে সর্বাধিক ছয়, দু’টি রেকর্ডের মালিকই এখন যশস্বী ৷ 22 বছর এবং 49 দিন বয়সে পরপর দু’টি ডবল সেঞ্চুরি করেছেন যশস্বী ৷ স্যর ডোনাল্ড ব্র্যাডম্যান এবং বিনোদ কাম্বলির পর বিশ্বের তৃতীয় কনিষ্ঠ ব্যাটার হিসেবে এই রেকর্ড গড়েছেন তিনি ।

ইংল্যান্ডের বিরুদ্ধে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডও যশস্বীর ৷ 2016 সালে ইংরেজদের বিরুদ্ধে 655 রান করেছিলেন বিরাট কোহলি ৷ চার নম্বর টেস্টেই সেই রান ছুঁয়েছিলেন দলের উঠতি তারকা ৷ পঞ্চম টেস্টে খাতা খুলেই নয়া রেকর্ড গড়েছেন যশস্বী ৷ ইংল্যান্ড ইনিংসে ম্যাচ না-হারলে আরেক নজির গড়তে পারতেন মুম্বইকর ৷ দ্বিপাক্ষিক সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে সুনীল মনোহর গাভাসকরের ৷ 1971 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে 774 রান করেছিলেন গাভাসকর ৷ দ্বিতীয় ইনিংসে 63 রান করলে সেই কীর্তিও ছাপিয়ে যেতে পারতেন জয়সওয়াল ৷

জয়সওয়াল বলেন, ‘‘আইসিসি’র এই পুরস্কার পেয়ে আমি সত্যিই খুশি ৷ আশা করি, ভবিষ্যতে এই খেলাটা আরও খেলতে পারব ৷ সিরিজে আমরা অসাধারণ খেলেছি ৷ এটাই আমার প্রথম পাঁচ ম্যাচের সিরিজ । আমি এটা উপভোগ করেছি ৷’’

আরও পড়ুন:

  1. ধরমশালায় জোড়া রেকর্ডে ‘যশ’ বাড়াল যশস্বীর
  2. যশস্বীর পরপর ডাবল সেঞ্চুরি অপ্রত্যাশিত কোচ জ্বালা সিংয়ের কাছেও
  3. 'যশে'র পারফরম্যান্সে মজলেন মহারাজ, তিন ধরনের ক্রিকেটে জয়সওয়ালকেই চান সৌরভ

ABOUT THE AUTHOR

...view details