বিশাখাপত্তনম, 2 ফেব্রুয়ারি:প্রথম টেস্টে সেঞ্চুরির খুব কাছে পৌঁছেও তা হাতছাড়া করেছিলেন ৷ শুধু সেঞ্চুরি নয়, আরও বড় ইনিংস খেলতে পারলে হয়তো হায়দরাবাদ টেস্ট ভারতের হত ৷ কিন্তু, যা হয়ে গেছে, তা হয়ে গেছে ৷ এবার নতুন শুরু ৷ আর সেই নতুন শুরুতে দাপট দেখালেন যশস্বী জয়সওয়াল ৷ শুধু নামে যশস্বী নয়, কাজেও যশস্বী ৷ তাঁর 179 রানের অপরাজিত ইনিংসে প্রথমদিনের শেষে ভারত 6 উইকেট হারিয়ে 336 রান তুলেছে ৷
আজকের দিনের শুরুটা জিমি অ্যান্ডারসনের সামনে কিছুটা সামলেই করেছিলেন ৷ যতই ঘরের মাঠে ব্যাটিং উইকেট হোক না কেন, উলটোদিকের লোকটির অভিজ্ঞতা 184 টেস্টের ৷ আর তাঁর উইকেট সংখ্যা এই ম্যাচ মিলিয়ে 691 ৷ ফলে আর যাই হোক, সেখানে নিজের মস্তানি দেখানোর প্রয়োজনবোধ করেননি যশস্বী ৷ জিমিকে সামলে খেলে, বাকি অনভিজ্ঞ ব্রিটিশ বোলিংয়ের বিরুদ্ধে আক্রমণে গিয়েছেন তিনি ৷ ফল পেলেন ৷ প্রায় 70 এর স্ট্রাইকরেটে এ দিন টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সেঞ্চুরি করলেন জয়সওয়াল ৷ আর দিনের খেলা শেষে 69.65 স্ট্রাইকরেটে 257 বলে 179 রানে অপরাজিত গেলেন ৷
তবে, এদিকে যখন যশস্বীকে দেখে বিশাখাপত্তনমের পিচ ব্যাটিং স্বর্গ মনে হচ্ছিল ৷ তখনই উলটোদিকে রোহিত, শুভমন, শ্রেয়সদের কাছে বিশাখাপত্তনমের পিচ নয়, তাঁদের মাথায় ঢুকে গিয়েছিল ব্রিটিশ স্পিনাররা ৷ তাই তাঁরা যতক্ষণ বাইশ গজে সময় কাটালেন, সেই পুরো সময়টাই মনে হয়েছে, এই বুঝি উইকেট গেল ৷ কমাত্র ব্যতিক্রমী দেখাল রজত পাতিদারকে ৷ হয়তো প্রথম ম্যাচে না খেলার কারণে ৷ তবে, তাঁর আউটটাও ছিল দুর্ভাগ্যজনক ৷ বল বুঝে ঠিকঠাক ডিফেন্স করেছিলেন ৷ বল ব্যাটের মাঝেও লাগে ৷ কিন্তু, মাটিতে এক ড্রপে সোজা উইকেটে ঢুকে যায় ৷
তবে, রোহিত-সহ বাকিদের দেখে মনে হল, এখনও প্রথম টেস্ট ও ব্রিটিশ স্পিনাররা তাঁদের মাথায় ঢুকে রয়েছেন ৷ এ দিন রোহিত শুরু থেকেই গুটিয়ে ছিলেন ৷ 41 বল খেলে মাত্র 14 রান করলেন ৷ কিন্তু, একটিও বাউন্ডারি নেই ৷ জো রুটের নির্বিষ অফস্পিনকেও ডিফেন্স করলেন ৷ যেখানে উলটোদিকে তরুণ যশস্বী অনায়াসেই সেই সব বল বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিলেন ৷