কলকাতা, 4 নভেম্বর:সৌরভ গঙ্গোপাধ্য়ায় অনুরোধ করেছিলেন এখনই অবসরে না-যাওয়ার জন্য ৷ অভিমানে ত্রিপুরার হয়ে দু'টি মরশুম খেলার পর চলতি মরশুমে ফের প্রত্যাবর্তন হয়েছিল বাংলার জার্সিতে ৷ চলতি মরশুমে কালীঘাট ক্লাবের যোগ দেওয়ার সময়ও ঋদ্ধিমান সাহার কাছে অনুরোধ ছিল বাইশ গজকে বিদায় না-জানানোর ৷ তবে সেইসব অনুরোধ উপেক্ষা করে ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন ঋদ্ধিমান সাহা। কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জিতে নামার আগে প্রস্তুতির ফাঁকেই পাপালি জানিয়ে দিলেন চলতি মরশুমই শেষ তাঁর ৷
দেশের জার্সিতে 40টি আন্তর্জাতিক টেস্ট ৷ বঙ্গ ক্রিকেটের যে গুটিকয়েক ক্রিকেটার ধারাবাহিকভাবে আর্ন্তজাতিক মঞ্চে ভালো পারফরম্যান্স করেছেন, সেই তালিকায় ঋদ্ধিমানের নাম উপরের দিকেই থাকবে। রঞ্জি ট্রফি খেলার প্রস্তুতির মাঝে ভারতীয় দলের 'প্রাক্তন' উইকেটরক্ষক বাইশ গজকে বিদায় জানানোর জন্য বেছে নিলেন সোশাল মিডিয়াকে। সোশাল মিডিয়ায় রবিবার তিনি লেখেন, "একটা সুন্দর ক্রিকেটীয় যাত্রা এই মরশুমের পর শেষ হতে চলেছে। এটাই আমার অন্তিম মরশুম। আমি শেষবারের মত বাংলার প্রতিনিধিত্ব করতে পেরে সম্মানিত। কেবলমাত্র রঞ্জি ট্রফি খেলেই আমি অবসর নেব। চল সবাই মিলে এই মরশুমটা স্মরণীয় করে তুলি।"