পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'ঘরে বসে সাফল্য আসবে না', অস্ট্রেলিয়া যাওয়ার আগে রোহিতদের বার্তা কপিলের

নিউজিল্যান্ড সিরিজের ব্যর্থতা ভুলে বর্ডার-গাভাসকর ট্রফিতে সাফল্য আনতে কী করতে হবে রোহিত-কোহলিদের? বলে দিলেন কপিল দেব ৷

KAPIL TO INDIAN BATTERS
রোহিতদের বার্তা কপিলের (ANI Photo)

By ETV Bharat Sports Team

Published : Nov 8, 2024, 3:01 PM IST

হায়দরাবাদ, 8 নভেম্বর: নিউজিল্য়ান্ড স্পিনারদের সামলাতে গিয়ে ঘরের মাঠে নিজেদের তৈরি ঘূর্ণি পিচেই কুপোকাত ভারতীয় ব্যাটাররা ৷ 0-3 সিরিজে হারের পর প্রবল সমালোচিত হচ্ছে দলের তারকাখচিত ব্যাটিং লাইন-আপ ৷ যা বর্ডার-গাভাসকর ট্রফির আগে দুশ্চিন্তায় রেখেছে দেশের ক্রিকেট অনুরাগীদের ৷ এমন সময় সাফল্যের সরণিতে ফিরে যেতে বিরাট কোহলি-রোহিত শর্মাদের মন্ত্র দিলেন কপিল দেব নিখাঞ্জ ৷ বিশ্বজয়ী অধিনায়ক দেশের তারকা ব্যাটারদের জানালেন, ঘরে বসে সাফল্য আসবে না ৷

ক্রিকেট নেক্সটকে কপিল দেব বলেন, "শিকড়ে ফিরে যাও ৷ প্র্য়াকটিস, প্র্যাকটিস আর প্র্য়াকটিস করে যাও ৷ যদি মনে কর ঘরে বসে উন্নতি করবে তাহলে সেটা সম্ভব নয় ৷ খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলে প্র্যাকটিসই একমাত্র আশু সমাধান ৷ যত তুমি প্র্য়াকটিস করবে তত তোমার জন্য ভালো হবে ৷"

এদিকে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফি ফলাফল নিয়ে আগাম ব্যক্তিগত মতামত প্রকাশ করলেন রিকি পন্টিং ৷ জোড়া বিশ্বকাপজয়ী অজি অধিনায়কের মতে ঘরের মাঠে 3-1 ব্যবধানে ভারতকে হারিয়ে দেবে ক্যাঙারুব্রিগেড ৷ পন্টিং জানিয়েছেন, আসন্ন সিরিজে মহম্মদ শামির অনুপস্থিতি ভালোভাবে টের পাবে ভারতীয় দল ৷ আর বঙ্গ পেসারের অনুপস্থিতির জেরে বিপক্ষের 20 উইকেট নেওয়া ভারতের জন্য মুশকিল হয়ে পড়বে ৷ শামিকে ছাড়া সাফল্য পাওয়া ভারতীয় বোলিং বিভাগের জন্য 'সবচেয়ে বড় চ্যালেঞ্জ' বলে অভিহিত করেছেন প্রাক্তন অজি দলনায়ক ৷

2016-17 থেকে অনুষ্ঠিত হওয়া চারটি বর্ডার-গাভাসকর ট্রফিতেই ভারত টেক্কা দিয়েছে প্রবলতর প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে ৷ এর মধ্যে 2018-19 প্রথমবার অজিভূমে টেস্ট সিরিজ জয়ের (2-1 ব্যবধানে) নজিরও রয়েছে ভারতীয় দলের ৷ শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে চার ম্যাচের সিরিজেও 2-1 ব্যবধানে জয়ী হয়েছিল টিম ইন্ডিয়া ৷ তবে এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে 0-3 হার ভারতের আত্মবিশ্বাসে আঘাত হানবে বলে মত পন্টিংয়ের ৷ আইসিসি'র একটি আলোচনাচক্রে পান্টার বলেন, "এবার ভারতকে হারানো গতবারের তুলনায় অনেক সহজ হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details