কলকাতা, 11 জুলাই: 2014 সালের পর 2024 সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর । সেবারের অধিনায়ক গৌতম গম্ভীর ছিলেন এবার মেন্টরের ভূমিকায় । 10 বছর পর ট্রফি জিতলেও সেই ট্রফি জয়ের সেলিব্রেশন এখনও সেভাবে করেনি কেকেআর ৷ অথচ দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলে গিয়েছিলেন চ্যাম্পিয়ন হয়ে কলকাতায় ফিরে আনন্দে মাতবেন । কিন্তু চেন্নাইতে ফাইনাল খেলার পর ট্রফি নিয়ে কলকাতা আসেনি কেকেআর ।
না আসতে পারার কারণ টি-20 বিশ্বকাপ । বিশ্বকাপ শেষ হয়েছে৷ ট্রফি জিতে মুম্বইয়ে সেলিব্রেশন সেরে ফেলেছেন রোহিত-বিরাটরা ৷ এবার কলকাতায় সমর্থকদের সামনে আইপিএল ট্রফি জয়ের উদযাপন করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স । ট্রফি জয়ের প্রায় দু’মাস পর হতে চলেছে এই উদযাপন ।
কবে হবে কেকেআর-এর আইপিএল ট্রফি ঘরে ফেরানোর উদযাপন ? এখনও পর্যন্ত যা খবর, তাতে 23 জুলাই বিকেলে ইডেন গার্ডেন্সে উদযাপন করা হবে নাইটদের আইপিএল জয় । দর্শকদের উপস্থিতির ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে । এই অনুষ্ঠানে শোনা যাচ্ছে উপস্থিত থাকবেন শাহরুখ খান । তবে দলের বিদায়ী মেন্টর গৌতম গম্ভীর থাকবেন কি না, তা সঠিক করে বলা যাচ্ছে না ।
কারণ, তাঁর নাম ইতিমধ্যেই ভারতীয় দলের কোচ হিসেবে ঘোষণা করা হয়ে গিয়েছে । চলতি মাসের শেষে শ্রীলঙ্কা সিরিজ থেকেই তিনি দায়িত্ব নিতে চলেছেন ৷ আগামী 27 জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচ খেলতে চলেছে ভারত ৷ ফলে তার ঠিক চারদিন আগে কলকাতায় গম্ভীরের থাকা নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে ৷