বেঙ্গালুরু, 20 অক্টোবর: চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে (2023-25) এই নিয়ে তৃতীয় ম্যাচ হারল রোহিত শর্মার ভারত ৷ আর চিন্নাস্বামীতে হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও দ্বিতীয় কিংবা তৃতীয় স্থানাধিকারীদের সঙ্গে পয়েন্টের ফারাক বা ব্যবধান কমল ভারতীয় দলের ৷ পক্ষান্তরে শ্রীলঙ্কার মাটিতে 0-2 সিরিজ হেরে ষষ্ঠস্থানে নেমে যাওয়া নিউজিল্যান্ড ভারত সফরে প্রথম টেস্ট জিতে চারে উঠে এল ৷
চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই নিয়ে দ্বাদশ ম্যাচ খেলল টিম ইন্ডিয়া ৷ চিন্নাস্বামী টেস্টের পর 98 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও জয়ের শতকরা হার কমে 68.06%-এ নেমে এল তাঁদের ৷ ফলত দ্বিতীয়স্থানে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যবধান অনেকটাই কমল ভারতের ৷ চলতি সিরিজের বাকি দু'টি ম্য়াচ জিতে পুনরায় শীর্ষে অবস্থান মজবুত করার সুযোগ থাকলেও তা না-হলে বর্ডার গাভাসকর ট্রফির আগে শীর্ষস্থান হাতছাড়া হতে পারে ভারতের জন্য ৷
অন্যদিকে, চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপে পঞ্চম জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে সরিয়ে লিগ টেবিলে চতুর্থস্থানে উঠে এল টম ল্য়াথামের দল ৷ জয়ের শতকরা হার 44.44 ৷ শ্রীলঙ্কার মাটিতে সিরিজ হারের পর অধিনায়কত্ব থেকে ইস্তফা দেন জোরে বোলার টিম সাউদি ৷ পুনরায় দায়িত্ব নিয়ে টম ল্যাথামের শুরুটা ভালোই হল বলা যায় ৷ সিরিজের বাকি দু'ম্য়াচে এমন পারফরম্যান্স বজায় রাখতে পারলে ফের ডব্লিউটিসি ফাইনালে ওঠার দৌড়ে ভালোভাবে ফিরে আসবে প্রথমবারের চ্যাম্পিয়নরা ৷ উল্লেখ্য, ফাইনালে ভারতকে হারিয়েই প্রথম বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ খেতাব ঘরে তুলেছিল কিউয়িরা ৷
ডব্লিউটিসি পয়েন্ট টেবিল (ICC WEBSITE SCREENGRAB) 107 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বেঙ্গালুরু টেস্টের পঞ্চমদিন মাত্র দু'টি উইকেট হারায় 'ব্ল্যাক ক্য়াপস' ৷ তৃতীয় উইকেটে উইল ইয়ং ও রাচিন রবীন্দ্রর 75 রানের অবিভক্ত জুটি জয় এনে দেয় নিউজিল্যান্ডকে ৷ জলে যায় সরফরাজ খানের প্রথম টেস্ট শতরান (150) কিংবা আহত ঋষভ পন্তের 99 রানের মূল্যবান ইনিংস ৷