লন্ডন, 8 ডিসেম্বর: ভয়াবহ দুর্ঘটনার মুখে প্রিমিয়র লিগ তারকা ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে ভরতি করা হয় হাসপাতালে ৷ তাঁর ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে ৷ সেখানে চিকিৎসকরা ক্লোজ মনিটরিং করছেন ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলেও চিকিৎসায় সাড়া দিয়েছেন তিনি ৷
শনিবার রাতে নিজের ফেরারি নিয়ে দুর্ঘটনার মুখে পড়েন ওয়েস্ট হ্যামের স্ট্রাইকার মাইকেল আন্তোনিও ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, তীব্র গতিতে একটি গাছে গিয়ে ধাক্কা মারেন তিনি ৷ ঘটনার অভিঘাতে তাঁর বিলাসবহুল গাড়িটি তুবড়ে গিয়েছে ৷ কয়েক ঘণ্টার চেষ্টায় গাছ কেটে তাঁকে উদ্ধার করা হয় ৷ তৎক্ষণাৎ এয়ারলিফট করে নিয়ে আসা হয় সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালে ৷ সেখানেই চিকিৎসাধীন রয়েছেন জামাইকার জাতীয় দলের এই ফুটবলার ৷