মুম্বই, 24 অগস্ট: যতটা প্রশংসা ওর প্রাপ্য, কেরিয়ারে কখনোই সেটা ও পায়নি ৷ অবসর ঘোষণার পর শিখর ধাওয়ানকে নিয়ে আক্ষেপ ঝরে পড়ল ওয়াসিম জাফরের গলায় ৷ শনিবার সকালে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে সন্ন্য়াস নেওয়ার কথা ঘোষণা করেন শিখর ধাওয়ান ৷ ভারতীয় ক্রিকেট সার্কিটে যিনি পরিচিত 'গব্বর' নামেই ৷ অবসর ঘোষণার পর থেকেই শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভাসছেন 2013 চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বাধিক রান সংগ্রহকারী ৷ অন্যান্যদের সঙ্গে ধাওয়ানের অবসরে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন জাফরও, তবে একটু অন্যভাবে ৷
রঞ্জি ট্রফির সর্বাধিক রানস্কোরার ধাওয়ানকে নিয়ে এদিন সোশাল মিডিয়ায় লেখেন, "বড় টুর্নামেন্টের ক্রিকেটার ৷ কিন্তু কখনোই তেমন প্রশংসা পায়নি যতটা ওর প্রাপ্য ৷ কিন্তু সে সবে তেমন আমল ও দেয়নি কারণ দলের জয়টাই সবার আগে ছিল ওর কাছে ৷ বরাবরের একজন আদ্যন্ত টিমম্যান ৷ দুর্দান্ত একটা কেরিয়ারের জন্য অভিনন্দন একইসঙ্গে শুভেচ্ছা দ্বিতীয় ইনিংসের জন্য ৷"