পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Sports Team

Published : Aug 24, 2024, 12:50 PM IST

ETV Bharat / sports

'কখনোই তেমন প্রশংসা পায়নি', ধাওয়ানকে নিয়ে আক্ষেপ প্রাক্তন তারকা ওপেনারের - SHIKHAR DHAWAN RETIREMENT

JAFFER PRAISES DHAWAN'S STELLAR CAREER: শিখর ধাওয়ান যতটা দক্ষতার সঙ্গে ক্রিকেট খেলেছেন, ততটা প্রশংসা মোটেই পাননি কেরিয়ারে ৷ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর বাঁ-হাতি ওপেনারের প্রশংসায় পঞ্চমুখ হলেন ওয়াসিম জাফর ৷

SHIKHAR DHAWAN
শিখর ধাওয়ান (IANS Photo)

মুম্বই, 24 অগস্ট: যতটা প্রশংসা ওর প্রাপ্য, কেরিয়ারে কখনোই সেটা ও পায়নি ৷ অবসর ঘোষণার পর শিখর ধাওয়ানকে নিয়ে আক্ষেপ ঝরে পড়ল ওয়াসিম জাফরের গলায় ৷ শনিবার সকালে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে সন্ন্য়াস নেওয়ার কথা ঘোষণা করেন শিখর ধাওয়ান ৷ ভারতীয় ক্রিকেট সার্কিটে যিনি পরিচিত 'গব্বর' নামেই ৷ অবসর ঘোষণার পর থেকেই শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভাসছেন 2013 চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বাধিক রান সংগ্রহকারী ৷ অন্যান্যদের সঙ্গে ধাওয়ানের অবসরে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন জাফরও, তবে একটু অন্যভাবে ৷

রঞ্জি ট্রফির সর্বাধিক রানস্কোরার ধাওয়ানকে নিয়ে এদিন সোশাল মিডিয়ায় লেখেন, "বড় টুর্নামেন্টের ক্রিকেটার ৷ কিন্তু কখনোই তেমন প্রশংসা পায়নি যতটা ওর প্রাপ্য ৷ কিন্তু সে সবে তেমন আমল ও দেয়নি কারণ দলের জয়টাই সবার আগে ছিল ওর কাছে ৷ বরাবরের একজন আদ্যন্ত টিমম্যান ৷ দুর্দান্ত একটা কেরিয়ারের জন্য অভিনন্দন একইসঙ্গে শুভেচ্ছা দ্বিতীয় ইনিংসের জন্য ৷"

ওয়াসিম জাফর কতটা সত্য়ি বলেছেন, তা নিয়ে বিতর্কের অবকাশ থাকতে পারে ৷ তবে এটা মেনে নিতে কোনও অসুবিধা নেই যে, গত দশকে আইসিসি টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার অন্যতম সফল ব্যাটার ছিলেন শিখর ধাওয়ান ৷ 2013 এবং 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রান করার পাশাপাশি 2015 বিশ্বকাপেও ভারতীয় ব্যাটার হিসেবেও সর্বাধিক রান ছিল দিল্লি ব্য়াটারের ঝুলিতে ৷ 17টি শতরান সহযোগে 167টি ওয়ান-ডে ম্যাচে 7 হাজারের কাছাকাছি রান করা ধাওয়ান শেষমেশ ব্য়াট তুলে রাখার ঘোষণা করলেন এদিন ৷

ধাওয়ানের অবসরে প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থ তথা বর্তমান জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর ৷ তিনি লেখেন, "শিখি তোমায় অভিনন্দন দুর্ধর্ষ একটা কেরিয়ারের জন্য ৷ আমি জানি যাই কর না কেন, ভবিষ্যতেও তুমি একইভাবে আনন্দ দিয়ে যাবে ৷" ভারতীয় ক্রিকেটের 'গব্বর'কে ঈর্ষনীয় কেরিয়ারের জন্য অভিনন্দন জানিয়েছেন সঈদ আনোয়ার, হার্দিক পান্ডিয়া, শ্রেয়স আইয়াররাও ৷

ABOUT THE AUTHOR

...view details