নিউইয়র্ক, 3 জুন:2023 ওয়ান ডে ক্রিকেটে আইসিসি-র সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন বিরাট কোহলি। সেরা প্লেয়ারকে দেখা হাতে দেখা গেল ট্রফি হাতে ও নীল টুপি পরে ৷ আইসিসি-র তরফে সোমবার এক্স হ্যান্ডেলে কিং কোহলির কিছু ছবি পোস্ট করা হয়েছে ৷ বাংলাদেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচে না-নামলেও টুর্নামেন্টের ফটোশুটের জন্য দেখা গেল কোহলিকে। নয়া জার্সিতে দেশের প্রাক্তন অধিনায়ককে একাধিক পোজ দিতে দেখা গিয়েছে ৷
2023 সালে ওয়ান ডে-র আইসিসি-র পুরস্কার মঞ্চের অনুষ্ঠানে ছিল কড়া নিরাপত্তা। সামনে ছিল ঘোড়সওয়ার পুলিশ। চারদিকে ছিলেন নিরাপত্তারক্ষীরা। এত নিরাপত্তার কারণ, আগামী 9 জুন ভারত-পাকিস্তান মহারণ ৷ কিছুদিন আগেই ভারত-পাকিস্তান ম্যাচে জঙ্গি হামলার হুমকি এসেছে। আর সেকথায় আইসিসি মান্যতা-না দিলেও মার্কিন পুলিশ ভারত-পাক ম্যাচে জঙ্গি হামলার ছকের অভিযোগ নিশ্চিত করেছে ৷ যদিও আইসিসি-র থেকে নিরাপত্তা বিষয়ে সমস্ত রকম আশ্বাস দেওয়া হয়েছে ৷