জয়পুর, 6 এপ্রিল: গত মরশুমে আইপিএল ইতিহাসে সর্বাধিক শতরান হলেও চলতি আইপিএল দু'সপ্তাহ অতিক্রান্ত হতে চললেও শতরান আসেনি কারও ব্যাটে ৷ শনিবার সন্ধেয় অনুরাগীদের আক্ষেপ মেটালেন বিরাট কোহলি ৷ রাজস্থানের ডেরায় গিয়ে 2024 আইপিএলের প্রথম শতরান হাঁকালেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় ৷ এদিন সোয়াই মান সিং স্টেডিয়ামে 67 বলে সেঞ্চুরি পূর্ণ করলেন রয়্য়াল চ্যালেঞ্জার্সের প্রাক্তন অধিনায়ক ৷ কোহলির ব্যাটে হোম টিমকে 184 রানের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা দিল আরসিবি ৷
কোটিপতি লিগে ব্যাট হাতে ভূরি-ভূরি নজিরের অধিকারী হলেও সোয়াই মান সিং স্টেডিয়ামে শতরান তো দূর, কোনও অর্ধশতরানও এতদিন আসেনি কোহলি ৷ অবশেষে শনিবার শতরান করে 16 বছরে খরা কাটালেন আরসিবি তারকা ৷ সেইসঙ্গে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে 7,500 রানের মাইলস্টোনও এদিন পূর্ণ করেন কোহলি ৷ গোলাপি শহরে এদিন আরসিবি'র প্রাক্তন অধিনায়কের অর্ধশতরান আসে 39 বলে ৷