পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

গোলাপি শহরে প্রথম শতরানে উজ্জ্বল কোহলি, গড়লেন 'বিরাট' নজিরও - IPL 2024 - IPL 2024

IPL 2024: রাজস্থানের ডেরায় গিয়ে 2024 আইপিএলের প্রথম শতরান হাঁকালেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় ৷ এদিন সোয়াই মান সিং স্টেডিয়ামে প্রাক্তন অধিনায়কের ব্যাটে প্রতিপক্ষকে 184 রানের টার্গেট দিল রয়্য়াল চ্যালেঞ্জার্স ৷ কোহলি অপরাজিত রইলেন 113 রানে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 9:06 PM IST

Updated : Apr 6, 2024, 9:36 PM IST

জয়পুর, 6 এপ্রিল: গত মরশুমে আইপিএল ইতিহাসে সর্বাধিক শতরান হলেও চলতি আইপিএল দু'সপ্তাহ অতিক্রান্ত হতে চললেও শতরান আসেনি কারও ব্যাটে ৷ শনিবার সন্ধেয় অনুরাগীদের আক্ষেপ মেটালেন বিরাট কোহলি ৷ রাজস্থানের ডেরায় গিয়ে 2024 আইপিএলের প্রথম শতরান হাঁকালেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় ৷ এদিন সোয়াই মান সিং স্টেডিয়ামে 67 বলে সেঞ্চুরি পূর্ণ করলেন রয়্য়াল চ্যালেঞ্জার্সের প্রাক্তন অধিনায়ক ৷ কোহলির ব্যাটে হোম টিমকে 184 রানের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা দিল আরসিবি ৷

কোটিপতি লিগে ব্যাট হাতে ভূরি-ভূরি নজিরের অধিকারী হলেও সোয়াই মান সিং স্টেডিয়ামে শতরান তো দূর, কোনও অর্ধশতরানও এতদিন আসেনি কোহলি ৷ অবশেষে শনিবার শতরান করে 16 বছরে খরা কাটালেন আরসিবি তারকা ৷ সেইসঙ্গে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে 7,500 রানের মাইলস্টোনও এদিন পূর্ণ করেন কোহলি ৷ গোলাপি শহরে এদিন আরসিবি'র প্রাক্তন অধিনায়কের অর্ধশতরান আসে 39 বলে ৷

টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া আরসিবি এদিন ওপেনিং জুটিতেই 125 রান তোলে ৷ ঝোড়ো 33 বলে 44 করেন অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি ৷ যদিও শেষ পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী রানের পাহাড়ে চড়তে পারেনি বেঙ্গালুরু ৷ তবে প্রতিযোগিতায় কোহলির অষ্টম শতরানই সেরা বিজ্ঞাপন হয়ে রইল তাদের ইনিংসে ৷ শেষ পর্যন্ত 72 বল খেলে 113 রানে অপরাজিত থেকে যান কোহলি ৷ তাঁর ইনিংস সাজানো ছিল 12টি চার এবং 4টি ছয়ে ৷

নির্ধারিত 20 ওভারে শেষ পর্যন্ত তিন উইকেট হারিয়ে 183 রান তোলে আরসিবি ৷ রাজস্থানের হয়ে চাহাল নেন 2টি উইকেট ৷ একটি যায় নান্দ্রে বার্গারের ঝুলিতে ৷

আরও পড়ুন:

  1. 11 বল বাকি থাকতেই চেন্নাইকে হারিয়ে 6 উইকেটে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ
  2. জলে গেল গিলের 89 রান, শশাঙ্কের ব্যাটিং ঝড়ে তিন উইকেটে গুজরাত 'বধ' পঞ্জাবের
Last Updated : Apr 6, 2024, 9:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details