কলকাতা, 22 এপ্রিল:কিছুতেই আউট হয়ে যাওয়াটা মেনে নিতে পারছিলেন না ৷ ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে বিতর্কে জড়ালেন বিরাট কোহলি ৷ রবিবার ইডেনে দ্বিতীয় ইনিংসে 2 ওভার পরই হর্ষিত রানার একটি হাই-ফুলটস বলে নিশ্চিত না-হয়েই ব্যাট লাগিয়ে বসেন কোহলি। বল চলে যায় রানার হাতে। আম্পায়ার কোহলিকে আউট ঘোষণা করেন। আর এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বিরাট ৷ তাঁকে দেখা যায় বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে আম্পায়ারদের দিকে এগিয়ে যেতে । ডাগ-আউটে ফিরে যাওয়ার সময় ব্যাট দিয়ে মাটিতে আঘাত করেন ৷ তারপর রেগে লাল হয়ে ডাস্টবিন ফেলে দেন ৷ হাতের গ্লাভস ছুড়ে ফেলে দেন ৷ তাই তাঁকে এর শাস্তি হিসাবে জরিমানা করা হল ৷
এদিন আইপিএলের তরফে জারি করা একটি বিবৃতি দেওয়া হয়েছে ৷ তাতে বলা হয়েছে, "কোহলি আইপিএলের আচরণ বিধির 2.8 ধারায় অভিযুক্ত হয়েছেন ৷ আরসিবি ক্রিকেটার লেভেল 1 পর্যায়ের অপরাধ করেছেন। খেলা শেষ হওয়ার পর ম্যাচ রেফারি অমিত শর্মা কোহলিকে শুনানির জন্য ডেকে পাঠান । এই শুনানিতে আরসিবির প্রাক্তন দলনেতা প্রথমেই নিজের দোষ স্বীকার করে নেন। দুঃখপ্রকাশ করেও শাস্তির হাত থেকে রেহাই পেলে না কিং কোহলি।" তাঁকে ম্যাচ ফি-র 50 শতাংশ জরিমানা করা হয়েছে ৷